mojnu@ymail.com
মৃত ব্যক্তির জানাযার মাইকিং-এ প্রভাবশালী সাজু উকিলের নাম প্রচার না করায় নির্ধারিত স্থানে লাশ দাফন করতে দেয়নি উকিলের লোকজন। হৃদয়গ্রাহী এ ঘটনাটি সোমবার ঘটেছে ফেনীর শহরতলীর ইলাশপুর গ্রামে। এলাকবাসী ও মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানাগেছে, বগইড গ্রামের আব্বাস উদ্দিন ভুইয়া বাড়ির খালেকুজ্জামান মিন্টু (৫০) সোমবার সকালে ইন্তেকাল করেন। বাদ আসর জানাযার জন্য দিনভর মাইকংও করা হয়। কিন্তু মাইকে ওই বাড়িকে 'সাজু উকিলের বাড়ি' না বলে আব্বাস উদ্দিন ভুইয়া বাড়ি প্রচার করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন রকমারী মৎস্য খামারের মালিক আহসান হাবিব ওরফে সাজু উকিল।
এক পর্যায়ে নির্ধারিত করবে লাশ দাফনেও বাধা দেন সাজু উকিল ও তার ছেলেরা। এতে হতবাক হয়ে পড়েন জানাযায় আগত মুসল্লি ও এলাকাবাসীরা। পরে তিন ঘন্টা বিলম্বে অন্যত্র কবর খুড়ে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করা হয়। এসময় অনেককে বলতে শুনা গেছে ‘এটা লাশ নিয়ে সাজু উকিলের রাজনীতি’। বিক্ষুব্ধ এলাকাবাসী এ ঘটনার জন্য সাজু উকিল ও তার ছেলেদের শাস্তির দাবি করেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।