জীবন একটাই; জীবনের জয় অনিবার্য..
তত্ত্বাকধায়ক সরকারের শাসন আমল থেকে আমার মূলত টকশো প্রোগ্রাম দেখা। মধ্যরাতের সেই টকশোতে যাকে অসম্ভব রকম প্রাঞ্জল, সাবলীল, ন্যায়নিষ্ঠ, স্পষ্ট আর সত্য কথাগুলোর জন্য আশ্বস্থ হই তিনি নূরুল কবীর । ড. আজফার হোসেনের ‘এনটিভি সাময়িকী’ অনুষ্ঠানে ‘ক্যানভাসার’ পর্বের আলোচনায় তাঁকে আমার প্রথম দেখা। দিনে দিনে সেই থেকে তার বক্তব্যের সাথে ঘনিষ্ট হওয়া। যার বক্তব্যের ঢং আমাদের অনেককে উৎসাহিত করেছে।
গতবছরের শেষ দিকে কোন এক মধ্যরাতে তাঁর গাড়ী ফলো করে দু®কৃতকারীদের ধাওয়া করার ঘটনায় আমরা যারপরনাই উদ্বিগ্ন ছিলাম। পরদিন দৈনিক আমাদের সময় ও জনকন্ঠ-এ সংবাদে বিস্তারিত পড়েছিলাম। হত্যা প্রচেষ্ঠার অভিযোগে সেই সময়ের দায়ের করা মামলাটির অগ্রগতি কেমন?
আমরা যারা শুভবুদ্ধিবোধ সম্পন্ন নাগরিকরা আইনের শাসন, গণতান্ত্রিক রাষ্ট্র ও অনুসন্ধানী সাংবাদিকতার বিকাশ প্রত্যাশা করি তার প্রতি আমার বিনয়াবনত শ্রদ্ধা আর গভীর ভালোবাসা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।