আমাদের কথা খুঁজে নিন

   

কিছু কমন রান্না। রেসিপি-৩ (লেবুর শরবত)

আমি অপার হয়ে বসে আছি.. ওহে দয়ামমময়... পাড়ে লয়ে যাও আমায়..

আসসালামু আলাইকুম। রোজার মাস শুরু। কম বেশি সবাই শরবত পছন্দ করেন ও পান করেন। তাই আজ অতি সহজ লেবুর শরবত তৈরীর প্রণালী দিলাম। উপকরণঃ ১. লেবু-১টি, ২. চিনি-৩ টেবিল চামচ, ৩. বরফ কুচি-৩ টেবিল চামচ, ৪. পানি ৩০০ মিঃ লিঃ। প্রণালীঃ প্রথমে পানির মধ্যে চিনি দিয়ে নাড়ুন তারপর ১টি লেবুর পুরোটুকু চিপে দিন। বরফকুচি দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন। সবাই দোয়া রাখবেন। -সুমি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।