আমাদের কথা খুঁজে নিন

   

আলু গ্রুপের মিথ্যাচার...



প্রথম আলো আমাদের দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক। এর আগেও তারা অনেক বার ই এই রকম মিথ্যাচার করেছে কিন্তু আমার প্রশ্ন হলো প্রথম সারির ১টি দৈনিক হয়ে কিভাবে তারা এতোটা মিথ্যাচার করে? আর আমরা এগুলা খুব অবলিলায় গলাধরন করি। ছবিটি ১৯ আগষ্ট পৃষ্ঠা ২২ এ প্রকাশিত হয়। ছবির ক্যাপশন এ লেখা ফার্মগেট এলাকা থেকে তোলা কিন্তু নিচের প্রশ্নগুলো থেকেই যায় ১। "তুরাগ" নামের কোন বাস ফার্মগেট এলাকা দিয়ে চলেনা।

"তুরাগ" সাধারনত টংগী বোর্ড বাজার থেকে বিশ্বরোড হয়ে নর্দ্দা, বাড্ডা, মগবাজার, মালিবাগ হয়ে সায়েদাবাদ/যাত্রাবারি যায় ২। দিনের বেলা এবং রবি থেকে বৃহঃস্পতি বার ফার্মগেট এলাকায় রিক্সা চলেনা বা চলার অনুমতি নাই। ৩। ডান দিকের গোল মার্ক করা ওই টাইপের কোন গাড়ী ফার্মগেট এলাকায় চলেনা। ৪।

উপরের গোল চিন্হিত জায়গায় রোড ডিভাইডার এ কোন লোহার রেলিং নাই, শুধু গাছ কিন্তু সমস্ত ফার্মগেট এলাকায় রোড ডিভাইডার এ লোহার রেলিং দেয়া। ঢাকা শহরে অনেক যানজট থাকে কিন্তু সেটা মানুষ কে বোঝানোর জন্য মিথ্যাচার এর দরকার হয়না। সব শেষে সৃষ্টিকর্তার কাছে একটি প্রার্থনাঃ আমাদের সব কিছুই তো সহ্য হয়ে যায় তাই তিনি যেন আমাদের বোধ শক্তি যেন আর ও একটু কমিয়ে দেন যাতে এই মিথ্যাচার গুলো ও আমরা বুঝতে না পারি । সব কিছুর মতো এগুলো ও যেন সহ্য হয়ে যায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।