আমাদের কথা খুঁজে নিন

   

যতই তারে দূরে ঠেলি, ভাবুক মন তার প্রকৃত আভাসে দোলে।

পরির্বতনের সময় এখন....

প্রকৃতি তোমার কাছে দিলাম সবটুকু উচ্ছাস, পারলে তারে যতন করে রেখো আমার সুখটুকু মিলাবার আর কেউ ছিলো না, ছিলো না সাহস নিজের মাঝে ভিজিয়ে রাখবার, সৃজনশীলতায় ভালোলাগাটুকু উৎপীড়িত, যতই তারে দূরে ঠেলি, ভাবুক মন তার প্রকৃত আভাসে দোলে। সহিতে এতো, ভালোলাগা বক্ষ্যব্যধিত ভরাকান্ত, খুজে ফিরি কোন সবুজের টানে, মিশিয়ে দিতে কষ্টের গাঢ় নীলের সাথে। (মনটা ভীষন খারাপ...সেই সাথে শরীরটাও...প্রিয় কারো কথায় কষ্টগুলো মনে হয় এভাবেই লাগে.. হৃদয়ের কোন এক গহীনে।।) বি: দ্র: উপরের লেখাটা কোথাও যেন পড়েছিলাম মনে নেই ....মন খারাপের দিনে যতটুকু মনে আছে তাই দিলাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।