তরুণ-তরুণীর তারুণ্য জ্বল জ্বলে তীব্র্র গতিময়
ওরা তারুণ্য নির্ভর পথিক - নির্ভীক নেই ভয়।
তরুণ-তরুণীর যারা মাদকাসক্তে মগ্ন তারা কাঁদে
তরুণ-তরুণী অনেকেই মাকাসক্তের কদাকার ফাঁদে।
তরুণ-তরুণীর তারুণ্য সৃষ্টিশীল নব নব সৃষ্টি করবে
হিমালয়ের অরুনিমা ছুঁয়ে প্রানবন্ত খবর অহরহ ছড়াবে।
ওরা দুরন্ত, ওরা নির্ভীক, ওরা সতত ক্ষীপ্র গতিময়
অন্যায়-অনিয়ম ওদের নিকট পাবেনা আদৌ প্রশ্রয়।
ওরা জীবন্ত, ওরা দুর্দান্ত তাই খ্যাতি ছড়াবে বিশ্বময়
ওরা দুর্জয়, ওরা অদম্য-ধীর-স্থির কখনই নয় ক্লান্তময়।
ওরা মেধা-মননে তীক্ষ্ম যাবে স্বচ্ছতার গন্ডি ছেড়ে
ওরা বেরুবে কদাকারের বেড়াজাল মথিত করে-ছিঁড়ে।
ওরা পুণ্যের বারতা নিয়ে প্রকাশ্যে জলন্ত স্ফুলিংগ
ওরা জোস্নার আলোর দূত, রনে দেবেনা কখনই ভংগ।
ওরা নয় কক্ষচ্যুত, লক্ষ্যভ্রষ্ট এবং নয় পংকিল দুষ্ট
ওরা সাধনার দুয়ারে হানে আঘাত নাই ভুল সুস্পষ্ট।
ওরা স্বচ্ছতার প্রভায় মাতে মুক্তির উদার আহবানে
ওরা উজ্জ্বল বর্ণে রঙিন, তরঙ্গ ভেদিয়া জয় আনে।
জ্ঞানের প্রদীপ জেলে, চোখ ঝলসানো আলো ছড়ায়
নৈতিকতা ও মানবতার গুনে গৌরব-সৌরভ বিলায়।
ওরা বিশ্বের মুক্তির জন্য বীর সৈনিক, ধীর ও অনন্য
ওরা নয় ভীরু, ওরা ত্যজিময় ও বীর্যবান নয় নগন্য।
ওরা মহাশূন্যে ভ্রমণের যাত্রী মাতবে মহান উদ্যোগে
ওরা আদৌ বিশ্বাসী নয়, অবৈধ সম্পদ অজর্নে-সম্ভোগে।
তরুণ-তরুণী অনেকেই আটকা পড়েছে মাদকের ধুপ ছায়ায়
জীবনের জয় গাঁথা ভুলে, ওরা অনেকেই গেছে উচ্ছলতায়।
ওরা অনেকেই মাদক অথবা সমাজ সৃষ্ট কদাকার ফাঁদে
তারুণ্যের উজ্জ্বল মুখ আলোময় করতে কেহ কি সাধে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।