রোববার ফেনীতে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
যোগাযোগমন্ত্রী কাদের বলেন, “যত প্রভাবশালী লোকই হউন, মন্ত্রী হউন, এমপি হউন, কিংবা কেন্দ্রীয় নেতাই হন না কেন, এটা মনোনায়ন পাওয়ার গ্যারান্টি নয়।
“আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগে তৃণমূলের সম্মতির বাহিরে এবার কেউ মনোনয়ন পাবে না।”
ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করেন, “জনবিচ্ছিন্ন কোনো ব্যক্তি কিংবা মনোনয়নপ্রত্যাশী কেউ আগামী নির্বাচনে মনোনয়ন পাবে না।”
নির্বাচনের জন্য কেন্দ্র কমিটি, পোলিং এজেন্ট এখনি ঠিক করে রাখতে নেতাদের পরামর্শ দেন তিনি। দলের সিদ্ধান্ত মেনে নৌকা প্রতীকের জন্য কাজ করতেও বলেন তিনি।
নির্বাচনে জয়ের আশাবাদী কাদের বলেন, “বিগত নির্বাচনেও বিএনপি বলেছিল, আওয়ামী লীগ ৩০টি আসন পাবে না; কিন্তু তারাই ৩০টি আসন পেয়েছে।”
ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল।
বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-সম্পাদক জহির উদ্দিন মাহমুদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহান আরা বেগম সুরমা, জেলার ৬ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সহযোগী সংগঠনের জেলা সভাপতি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।