আমাদের কথা খুঁজে নিন

   

আর কতদিন অপেক্ষা করতে হবে সেই কথাটি শুনতে?

যুদ্ধ শুরু হয়ে গেছে, এবার টেরাম টেরাম যুদ্ধ হবে.....

আমার মনে হয় আর বেশী দিন লাগবে না। যেদিন আমাদের শুনতে হবে, "সীমান্তের দরকার কি? দুটো তো একই দেশ। " আমাদের তথাকথিত রাজনৈতিক পদলেহনকারীরা আমাদের দেশকে শিকেয় তুলে ছাড়বে। দালালীর একটা সীমা থাকা উচিত। কতটা নৈতিক অবক্ষয় হলে মানুষ এ ধরনের কথা বলতে পারে।

"এই পোর্ট আমার, ওই পোর্ট তোমার বলে কিছু নেই : ফারুক খান" ত্রিপুরার এক সাংবাদিককে লক্ষ্য করে তিনি নাকি বলেছেন, "আমার মনে হয়, সেই দিন খুব বেশি দূরে নয়, যেদিন চট্টগ্রামকে আপনাদেরও পোর্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। " বিডিআর টাকে পুরা নষ্ট করা হলো। ধুলিস্সাৎ করে দিলো সব অহংকার। সেই সেনাবাহিনী আর আগের সেই সেনাবাহিনী নাই। ভিতরে ঘুন ঢুকিয়ে দেয়া হয়েছে।

কি লাভ এই লোকের এই কাজ গুলো করে? লাভ তো আছেই? লাভ তো থাকতেই হবে। জনগনই এর বিচার করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।