আমাদের কথা খুঁজে নিন

   

‘আ. লীগ কল্যাণ চায়, অন্য সবাই লুটেরা’

রোববার বিকালে আশুলিয়া স্কুল ও কলেজ মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
ফাইল ছবি প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের কল্যাণ। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন সাধারণ মানুষ কিছু পায়। অতীতে অনেক সরকার ছিল। তারা শুধু কামাতে জানে।

নিজেরা লুট করে, পাশাপাশি একটি লুটেরা শ্রেণি তৈরি করে। ”
ফাইল ছবি
শ্রমিকদের জীবন মানের উন্নয়নে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা সমাবেশে তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা করেছে। তাদের মজুরি আরো বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে।
“এদেশের খেটে খাওয়া মানুষ যেন ভালভাবে বাঁচতে পারে সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করি”, বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী লীগ শ্রমিকদের আবাসন সংকট নিরসনে কাজ করছে।

বিভিন্ন দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে।
এর আগে আর কোনো প্রধানমন্ত্রী তার তহবিল থেকে শ্রমিকদের জন্য এতো টাকা দেয়নি বলেও তিনি মন্তব্য করেন।
বিরোধীদল বিএনপির সঙ্গে হেফাজতের ঘনিষ্ঠতা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “তেঁতুল তত্ত্ব এসে গেছে। এটা তিনি(খালেদা জিয়া) সমর্থন করেন। আমি জানি না কেন তিনি তা করছেন।


“মেয়েদের ক্লাস ফোর এর বেশি পড়ানো যাবে না, কাজ করতে দেয়া হবে না, ঘর থেকে বের হতে দেয়া হবে না এটা কেমন ধরনের কথা? মেয়েরা যদি কাজ করে, নিজেরা উপার্জন করে তাহলে তো সংসারের জন্যই মঙ্গল। কেন তারা স্বচ্ছলতার পথ বন্ধ করে দিতে চাইছে?”
সমাবেশে বক্তব্য দেয়ার আগে আশুলিয়ার খেঁজুরবাগানে এক হাজার পোশাক শ্রমিকের জন্য একটি ডরমেটরি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।