আমাদের কথা খুঁজে নিন

   

২০০৬-০৭ সালে হলে ২০১৩ কেন সম্ভব নয়

বিশষ্টি আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, ২০০৬-০৭ সেশনে যদি নির্দলীয় সরকার আসতে পারে। তাহলে ২০১৩ কেন সম্ভব নয়। তিনি বলেন, সিংহাসন থেকে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত স্বাধীন দেশের মানুষ মেনে নেবে না। অনেকেই মনে করেন সিংহাসনে বসে একটি ঘোষণা করে দিলে সবাই মেনে নেবে। ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে? এগুলো হলো ঐতিহাসিক সত্য।

মানুষ আজ প্রস্তুত, দেশ আমাদেও জনগণ প্রস্তুত, জনগণকে মালিক করার আন্দোলন আজকে থেকে আন্দোলন শুরু হয়ে গেল। জনগণের ঐক্যের মধ্যে দিয়ে দেশ গড়তে হবে।
 
আজ বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবীর আতাউল গণি ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, দল নিরপেক্ষ না হলে যে ধরনের প্রশাসন ৪০ বছর ধরে কাজ করে আসছে, না বললেও প্রভাব থাকবে। এগুলো বাস্তব সত্য কথা।

সংকট, এগুলো কিসের সংকট। চলেন গ্রামে গ্রামে যাই, কি ধরনের নির্বাচন হবে। বিনা দ্বিধায় বলতে চাই যে সবাই বলবে, একটি গ্রহণযোগ্য দলনিরপেক্ষ নির্বাচন করতে হবে।  
 
সংবিধান বিষেজ্ঞ এই প্রবীণ আইনজীবি বলেন, নির্বাচন বললেই যে নির্বাচন হবে তা নয়, গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। ৬৯ সালের গণরায় পেয়েছিলেন।

কিসিঞ্জার বলেছিলেন, ইয়াহিয়াকে, তোমরা কি বুঝ নাই। কিন্তু চাটুকাররা বলেছিলেন , কিসের ৬দফা, কিসের ১১ দফা। দেখেন না বাঙালীরা পাকিস্তানের পক্ষে ভোট দিতে পারেন। ৬দফা, ১১ দফা ভোট দিলে মুসলমান থাকবেন না। এক হাজার সকলের অধিকার, ঐক্য গড়ে তুলেছিলো।

ভোট যদি পায় মানুষ, টাকার নির্বাচন শুরু হয়েছে, টাকার নির্বাচন মানুষকে বঞ্চিত করেছে। যতগুলো নির্বাচন হয়েছে, টাকা দিয়ে তারা মানুষকে বঞ্চিত করেছে।
 
ড. কামাল হোসেন বলেন, জনগণই দেশের মালিক। তারা বুঝে ওঠে যে আমাদের দাঁড়াতে হবে, দেশ কারোর না, কোন দলের না, কোন পরিবারের না। এগুলো বুঝলেই ওসমানির আত্মা শান্তি পাবে।

 
বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের সভানেত্রী সৈয়দা মাসুদা খাজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদষ্টো ইনাম আহমেদ চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মনসুর, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুব রহমান, খালেকুর রহমান, ওয়েসুর রহমান, নাজমুল ইসলাম লাকী প্রমুখ।
 
 
 
 
 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।