আমাদের কথা খুঁজে নিন

   

ভাইয়া & আপুদের জন্যে

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-) ব্যাগ আর স্যান্ডেল দুটো জিনিস আমার খুব ভাল লাগে। মাঝে মাঝে মন খারাপ হলে বা করার কিছু না থাকলে নেটে বিভিন্ন জিনিস সার্চ দিয়ে দেখি যার মাঝে ব্যাগ অন্যতম।

এর আগেও একবার মন খারাপ হলে ব্যাগ দেখে মন ভাল করার চেষ্টা করেছিলাম। আজ মন খারাপ নয় এমনি এমনি-ই..... আগেই বলছি আমার চয়েজ অনেক খারাপ। পছন্দ না হলে আবার মন খরাপ করবেন না আপুদের জন্যে স্পেশাল একটা ছোট-খাটো একটু আরো আছে লাল আমার পছন্দ কালো টা একেক দিন একেকটা আন্টি & আপুরা, যার যেটা পছন্দ নিয়ে নিন। (ভাইয়ারাও নিতে পারেন তেনাদের জন্যে ) এটা স্পেশালি আন্টিদের জন্যে এটাও ভাইয়ারা দেখছি একদম গাল ফুলিয়ে বসে আছেন আপনাদের জন্যে কিছু নেই বলেন। আরে আছে আছে বাদ যাবে না কোন শিশু পোলিও টিকা থেকে ভাইয়াদের জন্যে আরেকটা আরো একটা এ সবই আপনাদের জন্যে এনেছি আমি গুগুল নানার কাছ থেকে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।