আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!
ইদানিং বড় বিদানিং সমস্যায় গাবঝাব খাইতাছি।
পরান পাখীর দল আমারে ছলিম পাইয়া ঘুরায় নাকি আসলেই ভালা পায় বুঝতাছি না। সেইদিন কুন আকামে জানি একখান ফিজিক্সের লেকচার দিয়া বসলাম এক নয়া পক্ষীর সামনে। সেই লেকচার খাওনের পর তারপরের দুইদিন সে আমারে আর ফুনায় নাই।
আমি ভাবলাম ভালাই হইছে ফুনডা একটু শান্তি পাইক।
মাগার হঠাৎ গতকাইল একখান এসএমএস আসলো।
কোন পাখি উড়ে উড়ে ডিম পাড়ে?
আমি যতদূর শুনছি পাখি উল্টা উড়বার পারে (হামিং বার্ড)অথবা মুখ দিয়া পরিত্যাগ করবার পারে (বাদুর), মাগার উইড়া উইড়া ডিম পারলে তো জব্বর অবস্হা, আমাগো ১৬ কোটির উর্বরা দেশে এমুন পাখির চাষ শুরু হইলে ইনশাল্লাহ এই জাতী আগামী জাতীরে ৫ বছরের মাথায় ৫০ কুটি উর্বরা সন্তান সন্ততি উপহার দিবার পারবো!
আমি এইডা চিন্তা কইরা ফুনাইলাম, হেয় দিলো কাইটা। আরেকখান এসএমএস। আল্লা মালুম এইবার কুন কুইজ পাঠাইলো----এই ভাইবা ভয়ে ভয়ে খুইলা দেখি একখান কথা লেখা
যদি এই প্রশ্নের উত্তর পারো তাহলে তোমাকে তোমার জীবনের সবচেয়ে সেরা কথাটা শোনাবো!
ঢোক গিল্লা মনে মনে চিন্তা করলাম, এমনেই ওভার লোড, তারপর সেরা কথা শুইনা ভাইঙ্গা পড়নের মানে হয় না।
আবার এইডাও চিন্তাইলাম সাইসুরত আর চলনঢলন তো খারাপ না, যদি বইলাই ফেলায় তাইলে আগামী জাতীরে ৫০ কুটি উপহার দেওনের মিছিলে সামিল হওনে তো খারাপ কিছু দেখি না?
অখন কথা হইলো সত্যি কি জাতী ৫০ কোটি উর্বরশীল গুষ্ঠি চায় নাকি স্লিম হইবার চায়?
জাতীই ফয়সালা করুক, আমি চাইয়া চাইয়া আজকার আসমান দেখি কখন আবার এর ডায়রিয়া শুরু হয়!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।