জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
আসিতেছে রমজান।
সবাই বলে ওইটা নাকি সংযমের মাস।
কিন্তু কেউ সংযম করে না।
বরং রমজানের অর্ধেক যাওয়ার আগেই ঈদের বাতাস লাগে গায়।
মার্কেটে মার্কেটে জ্বলতে থাকে লাল নীল বাত্তি।
আর আমরা অন্ধকারে বসে থাকি।
রাতের পর রাত। দীর্ঘ সময়।
ওরে, মার্কেটওয়ালারা, আর লাল নীল বাত্তি জ্বালাইস না, বাবারা।
এমনেই আমাগো লোডশেডিংএ মাথা আউলা।
শিল্প-কারখানায় লাল বাত্তি।
অফিস আদালতে লাল বাত্তি।
ডিজিটাল প্রতিষ্ঠানে বিরাট লাল বাত্তি।
আর ঘরে ঘরে লোডশেডিংএর লাল বাত্তি বহু আগে জ্বইল্যা আছে।
ঈদ আইলেই মার্কেট ভর্তি লাল নীল বাত্তি, কেন রে বাবারা ?
ওতে কি ক্রেতা বাড়ে ?
মার্কেটের লাল নীল বাত্তি দেখে কি ক্রেতা আসে ?
যার ঈদ করা দরকার, সে তো ঈদের কেনাকাটা করবেই।
তাইলে কেন লাল নীল বাত্তি জ্বালাইয়া আমাগো লাল বাত্তি জ্বালাস।
এইবার অফ যা। লাল নীল বাত্তি জ্বালায়া আমাগো অন্ধকারে বসায়া রাখিস না, বাবারা।
আমরা এমনেই তোদের কথা দিতাছি, বাত্তি না জ্বালাইলেও তোদের দোকানে আসমু। জুতা, জামা কিনুম।
মালটা ভালো তুলিস, আর দামটা একটু ছাড়িস। তোর বেচাবিক্রি বেড়ে যাবে রে।
আর লাল নীল বাত্তি জ্বালায়া আমাগো লাল বাত্তি জ্বালাইস না।
সরকার বাহাদুরের কাছে নিবেদন,
এই লাল নীল বাত্তির অপচয় বন্ধ করেন।
আমাগো মতো বিদু্যতের আকালের দেশে
লাল নীল বাত্তি জ্বালায়া তামসা করা মানায় না।
সংযমের মাস মানে তো আর তামসা না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।