বাংলাদেশ আমার দেশ
স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার কথা অস্বীকার করেছেন বিএনপি সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরী।
সোমবার বিকালে রাজধানীতে এক আলোচনা সভায় সাকা বলেন,'' আমার মরহুম বাবা স্বাধীনতা যুদ্ধের সময়ে পাকিস্তানের পক্ষে ছিলেন বলে তার ছেলে হিসেবে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে স্বাধীনতাবিরোধী ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
"আর এ কারণে আমার ছেলে যাতে এ রকম পরিস্থিতি শিকার না হয়, সেজন্য আমি এখন যে কোনো স্বাধীনতা-আন্দোলনে আগে-ভাগেই সমর্থন দিতে চাই, যাতে আমার জন্য আমার ছেলেকে কেউ স্বাধীনতাবিরোধী না বলে। ''
সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহকে হত্যা ও নিজের গুডহিলসের বাড়িতে নির্যাতন ক্যাম্প করাসহ নানাভাবে যুদ্ধাপরাধে সহায়তার অভিযোগ রয়েছে।
নিজের ছেলেকে 'স্বাধীনতা বিরোধিতার কলঙ্ক থেকে রক্ষা করতে' ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি অঙ্গরাজ্যের 'স্বাধীনতা আন্দোলনেও' তার সমর্থন আছে বলে জানান তিনি।
তবে সম্প্রতি গণমাধ্যমে তাকে নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের দেওয়া বক্তব্যের সমালোচনা করে সালাহউদ্দিন কাদের বলেন,''নতুন নতুন অর্বাচীনরা আমাকে আদব শেখাতে চায়। তাদের বক্তব্যের জবাব আমি দিতে চাই না। "
প্রায়শই হাল্কা এমনকি রূঢ় মন্তব্য করার জন্য পরিচিত এ সাংসদ বলেন, "বর্ষা কালে কত রকমের ব্যাঙের ডাক শোনা যায়। তাই বলে কি জবাব দিতে হবে। ''
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'চাচা' সম্বোধন করে বলেন,''তিনি একজন ভদ্র মানুষ ও বড় মাপের রাজনীতিবিদ ছিলেন।
বাংলাদেশের স্বাধীনতায় তার অবদান কেউ অস্বীকার করতে পারবেন না। আমিও চাচাকে সম্মান করি। আমার নেত্রীও তার কবর জিয়ারত করেছেন।
"আমিও সুযোগ পেলে জিয়ারত করতে যাব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।