আমাদের কথা খুঁজে নিন

   

_| |~** আলো আঁধারীর আকথা **~| |_

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত

>> হ্যালো -- হাই (পোওওওওও .......) >> কিরে কৈ তুই -- আমি রিক্সায় (প্যা ...... পোওওওওও) >> আরে শালা, এই সব কি রে ... এত্ত পো প্যা করে ক্যান ? -- হা হা হা , এইটা বাংলাদেশ দোস্ত >> বিডি তুই কি এই প্যা পোওওও গুলো এডিট কইরা কথা কইতে পারবি ? মাথার মধ্যে বাজতেছে ... -- হি হি হি হি (প্যা..... পোওওওও) >> হাসতে হাসতে গড়াগড়ি দিতে হবে না ... উফফ !!! কি বিকট শব্দ !!!! -- খিক খিক খিক (বিকট সব শব্দের মাঝে তিনি রিক্সায় হেসে গড়াগড়ি দিচ্ছেন !!) এই শব্দের সমস্যা টা অনেকেরই হয়ে থাকে যারা বাইরে থেকে অনেক দিন পরে দেশে যান ... কয়েকদিন আগে এক বড়ভাই দেশে গিয়েই এই শব্দের জন্য প্রথম এক সপ্তাহের মতো ঘর থেকেই বের হননি মাথা ব্যাথায় ... এত কিছুর পরেও মনের কোনে এক অন্যরকম আশা জাগে, দেশের এ শব্দ দুষনের মাঝেই নিজেকে হারিয়ে ফেলতে চাই ... অন্তত একটা দিনের জন্য হলেও ... কত দিন ভোরে ঘুম ভাঙ্গে না পাখির কলকাকলীতে .... কতদিন শুনিনা ফেরীওয়ালা হাক ডাক ... কতদিন কাচা বাজারের প্যাচপেচে স্যাতসেতে মাটিতে হাটিনা ... কতদিন ঝুমঝুম বৃষ্টিতে কাকভেজা হয়ে তা গায়েই শুকিয়ে ঠান্ডা লাগাই না ... কত দিন অনিয়মের কারনে প্রচন্ড জ্বর বাধিয়ে মায়ের বকুনি খাই না ... কতদিন খাইনা সেই হাতের অমৃত রান্না ... কতদিন পাইনা কারো হাতের উষ্ম ছোয়া ... কতদিন সাতার কাটিনা পদ্মপুকুরের জলে ... কতদিন ডিঙ্গি নৌকায় ভেসে চলিনা শেষ বিকেলের আলোয় ... কতদিন শুনি না রিক্সার সেই টিং টিং বেলের আওয়াজ ... কতদিন খাইনা সেই সব অতি পরিচিত হোটেলের সিংগাড়া, পুরি, কাবাব আর টিকিয়া ... কতদিন খাইনা পুরান ঢাকার সেই বাকরখনি ... কতদিন খাইনা নিরব হোটেলের সেই অনবদ্য ৩২ পদের ভর্তা .... কতদিন উপভোগ করিনা বাংলা মায়ের অপরূপ সৌন্দর্য ... কোন এক সময় পড়েছিলাম, ঢাকায় নাকি পৃথিবীর মধ্যে অন্যতম বিষাক্ত বাতাসে ভরপুর ... আজ এখানের সবুজ গাছের নির্মল, টাটকা, শীতল বাতাসের নিঃশ্বাস নিতে নিতে ক্লান্ত হয়ে গিয়েছি, তাইতো আজ মনের মাঝে বান ডেকেছে দেশে ফেরার অভিপ্রায় ... আর ঘড়ির কাটার সাথে সাথে পাল্লা দিয়ে ধীরে ধীরে সময় পার করে চলেছি, এক বুক বিষাক্ত নিঃশ্বাস নেবার অপেক্ষায় ....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।