আমাদের কথা খুঁজে নিন

   

আজি ঝরঝর বাদল মুখর দিনে......

সূদুর অতীতের পানে চেয়ে বেদনার গান গাওয়া
শেষ রাত থেকে দারুণ বৃষ্টি হচ্ছে!! মন ভালো হয়ে যাওয়া বৃষ্টি!!! [link|http://images.google.com.sg/imgres?imgurl=http://www.panhala.net/Archive/after%20the%20rain.jpg&imgrefurl=http://www.panhala.net/Archive/Last_Night_the_Rain.html&usg=__TTBTG8DdGth55mYcffind3CNsxw=&h=450&w=600&sz=10&hl=en&start=324&tbnid=n4Xh4COcVBwI5M:&tbnh=101&tbnw=135&prev=/images?q=rain&gbv=2&ndsp=20&hl=en&sa=N&start=320|Please click here, save & play দারুণ লাগলো.... , বৃষ্টির পানি জগে ভরে প্রাণভরে পান করলাম!!! মনে হল মাটির সোদা গন্ধ! বৃষ্টির ক্ষারমুক্ত পানি দিয়ে মুখ ধুলাম! আহ্ কী মজা!!! ভেজালের এই দুনিয়ায়, এমন খাঁটি জিনিস কিছু কি আছে আপনারা বলেন!!!??? যেখানে মানুষের "মন" সহ সবকিছু ভেজালের রসাতলে ডুবে আছে!? আহ্ তুমুল বৃষ্টি হচ্ছে! কর্ম চঞ্চলা স্থবির। সবকিছুতে অগোছাল বাউন্ডুলেপনা ভাব!!! আমার মজাই লাগছে! আপনাদের কেমন লাগছে জানি-না। জানতে বড় ইচ্ছে করছে!!! বৃষ্টির দিনের খিচুরির শুভেচ্ছা। আর আজ যাঁদের জন্মদিন তাঁদের সবাইকে- ভাল থাকবেন এবং দেশের জন্য ভাল কিছু করবেন এই প্রত্যয় নিয়ে জন্মদিন পালন করুণ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।