আমাদের কথা খুঁজে নিন

   

গান: কতোখানি জল ভুলিয়ে দেয় একটি মদের বোতল

ডুবোজ্বর

কতোখানি বৃষ্টি এলে একজন নির্ঝর ভিজে কতোখানি মেঘ ভাসলে মাঠের চোখে ছায়া পড়ে কতোগুলি ঝরাপাতায় মর্মর শব্দ হয় ঝাঁপতাল কতোগুলি প্রহর বিকেল আর সন্ধ্যাকে করে মোহময় কতোখানি জল ভুলিয়ে দেয় একটি মদের বোতল কতোখানি কান্না জানিয়ে দেয় যাপনের মানে কতোগুলি ফুল বকুল হলে বাতাস রাঙে কতোখানি কাঁপন অধরে বাজলে একজন মানুষ কাঁপে কতোখানি বুক আবাদি হলে শস্যের ঘ্রাণ হয় অভিমান কতোখানি অভিমান লেলিহান হলে বিচ্ছেদ হয় দিগন্তের গান আমি জানি না সেইসব আমার কাছে ছিলো না বলি নি একদিনও ছিলো তা অথৈ নিবিড় শুনে একজন বললো হারিয়ে গেছে বুঝি তারপর চুপ আমার হারানো সকাল খুঁজি নি তো আর কেবল শুধালাম একদিন ঝিকিমিকি রোদের কাছে সেও হেসে চুপিচাপ থির তারপর বললো যাই ---------------------------------------------------------------------- রচনাকাল: ০২-০৬-০৪.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।