আমাদের কথা খুঁজে নিন

   

যদি চট্টগ্রাম থেকে সেনাবাহিনিকে এক ইঞ্চিও সরিয়ে আনা হয় তাহলে বাংলার মানুষ বসে থাকবেনা

চলো আবার সবুজ গড়ি

বি,এন,পি দেখেছি জামাত দেখেছি জা,পা দেখেছি তোমাদেরকে ৭১ দেখেছি এটা সত্য কিন্তু ৭২রে দেখেছি ৭৫রে ও দেখেছি আর ৯৬ তো কাছাকাছি তবে মনে করোনা ২০০১ এর কাহিনি আমরা ভুলে গেছি... ক্ষমা জাতি বেশিদিন প্রদর্শন করবে না.. আমরা তোমাদেরকে ভালোও বাসি। কিন্তু তার মানে এই নয় যে তোমরা সেই ভালোবাসার সুজগে আমাকে ঘর ছাড়া করবে... এই নয় যে যা করবে তাই মুখ বুজে সহ্য করতে হবে...অথবা মাথায় তুলে রাখতে হবে। যদি চট্টগ্রাম থেকে সেনাবাহিনিকে এক ইঞ্চিও সরিয়ে আনা হয় তাহলে বাংলার মানুষ বসে থাকবেনা। সেখানে সেনাবাহীনির বদলে সন্তু লারমার মতো হিন্স্র মানুষ, যে কিনা বলে- বাঙ্গালীরা সন্ত্রাসী তাকে যা ইচ্ছা তাই করার সুযোগ করে দেয়ার পক্ষে আমরা কেউ নেই। সময় এসেছে দল মত নির্বিশেষে দেশের জন্য আরো একবার দরদ প্রকাশের... হে প্রিয় চট্টগ্রাম বাসী আমরা তোমাদেরকে আমাদের বুক থেকে পৃথক হতে দেবোনা। তোমরা ওদের ভয়ে ভীত হয়োনা। আমরা লক্ষ প্রাণ আজো জেগে আছি। এই সামহোয়্যার থেকে শুরু হবে আমাদের আন্দোলন... সাথে থাকলে হাত তুলেন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।