আমাদের কথা খুঁজে নিন

   

আজ জিতলেই সিরিজ পকেটে

তোকে দেখিনা, কতো হাজার বছর হয়ে গেলো...

আজ বাংলাদেশ সময় ২.৩০মি. অনুষ্ঠিত হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থটি। আগের তিন ম্যাচের দুটি জিতে বাংলাদেশ এখন ২-১। অর্থাৎ আজকের ম্যাচ জিতলেই বাংলাদেশ সিরিজ জিতে নিবে। আর হেরে গেলে সিরিজের শেষ ম্যাচ হবে পাখির চোখ। বাংলাদেশ দল ও তাদের সমর্থকগোষ্ঠির প্রত্যাশা আজ জিতেই বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করবে।

গত ম্যাচ হারার কারণ হিসেবে টিম ম্যানেজম্যান্ট যা খুজে পেয়েছে তা হলো- প্রথমত, বোলারদের অপ্রত্যাশিতভাবে খরুচে হয়ে উঠা। আর দ্বিতীয়ত, টপঅর্ডারের প্রত্যেকটি ব্যাটসম্যানের চরম ব্যার্থতা। মূলত: প্রথম বলে তামিমের আউট হয়ে যাবার পরই বাংলাদেশের হারের শুরু হয়ে যায়। এটা এ জন্যই বলছি- তামিমে আর একজনও একটু দৃঢ়তার পরিচয় দিতে পারলোনা। টপঅর্ডারে মাঝারি সাইজের একটা জুটি গড়লেও ম্যাচের ফলাফলটা বিপরিত হতে পারতো।

যা হোক- পাস্ট ই পাস্ট। নতুন করে ভাবতে হবে। মাশরাফি ক্যাপ্টেন হওয়ার পর একটা কথা বারবার বলেছেন- তিনি খেলোয়াড়দের থেকে শতভাগ চান। আমিও আজ তাই বলবো, খেলোয়াড়রা যদি তাদের সামর্থ্যের কিছু অংশও দিতে পারে তাহলেই বাংলাদেশ জিতে যেতে পারে অনায়াসে। আর জিতলেই সিরিজ পকেটে…


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।