আমাদের কথা খুঁজে নিন

   

রঙ পেন্সিল

। আমার আমি

জয়ের যোগ্যতা নাই জেনেও- পরাজিত হতে চাইনি বলেই হাত বাড়িয়ে দিয়েছি। মুঠো ভর্তি রঙ পেন্সিল আমার, এক টানে এঁকে ফেলতে পারি সুখের সংসার। হাত বাড়িয়ে দিতে পারি চাঁদে। মুছে ফেলতে পারি কষ্টের রঙ।

সবুজ বাগান, দুধেল গাই, হাসি মাখা কৃষক, মমতাময়ী মা। সব সব করতে পারি, সৃষ্টি উল্লাসে মেতে উঠতে পারি মুহূর্তেই, সব ধ্বংসস্তূপ করতে পারি মায়াকানন। কৃশ চিন্তাগুলোকে পাঠিয়ে দিতে পারি ভিন্ন জগতে। আঁকতে পারি সুখ- আর বুক ভরা প্রেম, মমতার আশ্রয়। জয়ের যোগ্যতা নাই, পরাজিত হবো না বলেই হাত বাড়িয়েছি।

হাত ধরো, এঁকে ফেলো সব, সব আলোময়, আনন্দময় জগত। আমার ক্যানভাসে থাক আগামী পৃথিবীর সমগ্র ব্যপ্তি। তারপর সব কাঁটা করে দিয়ে দূর, ছুটি নিবো, যাবো.........। সঙ্গিতা-২৪, শ্রাবণ, ১৪২০, সন্ধ্যা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।