আমাদের কথা খুঁজে নিন

   

এক বিকেলে

আহসান জামান

হঠাৎ বিকেলের হাওয়া এসে ক্রুসকাঁটায় বুনে তোলে পৌরাণিক জাল ছিন্নভিন্ন স্মৃতির সূতোয়। রাখালের বাঁশির মোহে ফিরে আসে ব্যথিত পরাণ মিলেমেশে এক হয় গোধূলীবিকেলে; দূর-দিগন্তে মায়ার আকাশ নুঁয়ে চুমু খায় মাটির রসে। সবুজ প্রভা জ্বলেজ্বলে রেখে যায় তার প্রসন্ন তাপের শহর বিকেলের অবসরজুড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।