ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,
শেখ মুজিব
-আবু মকসুদ
বলতে বলতে
হঠাৎ করেই চুপ হয়ে যায় কথা
ছোট্ট নদীর বাঁশের সাঁকো
বিরাট দীঘির মাছের ঝাক
আর বাঁশের বনে
হঠাৎ নামে প্রগাঢ় নিরবতা।
সন্ধ্যা বেলা
কুপির আলো
জ্বলছে মিটি মিটি
ছোট্ট খোকা
অশ্রু চোখে
তাকিয়ে থাকে
তারার লোকে
টেবিল মাঝে
পড়েই থাকে
আধ লেখা সেই চিঠি।
রাখাল ছেলে
বটের নীচে
বন্ধ বাঁশির সুর
নায়ের মাঝি
উজান ভুলে
নাও ছেড়ে দেয়
নদীর কুলে
হারিয়ে ফেলে জোর।
ঘাসের মাঝে ঘাসের ফড়িং
হলদে পাখি কলা গাছের ফাঁকে
শান্তা ঘাটের পাগলা হাসু
সবাই কেমন স্তব্ধ হয়ে থাকে।
দোয়েল টিয়া শালিক চড়াই
নিয়ন হাটের তেলের কড়াই
দীঘল বাগের রফিক সরাই
সবাই যাকে বাচাল বলে জানত
মোরগ তিতর চিরল হাঁস
জেলে পাড়ার মোহন দাস
আজ সকলেই ভীষন রকম শান্ত।
গাছ পাখি লতা
বলে না তো কথা
নইলে দিতো নিজের
আপন প্রাণ
আজ তাই তারা
লজ্জায় ম্রিয়মান
ঘাতকেরা হায়!
ঘাতকেরা নিলো
শেখ মুজিবের
প্রাণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।