আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেলেন বিশ্বখ্যাত সাংবাদিক ডেভিড ফ্রস্ট

ব্রিটেনের সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক স্যার ডেভিড ফ্রস্ট আজ রোববার আকস্মিক হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে তাঁর পরিবার।
‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, দীর্ঘ কর্মজীবনের ফ্রস্ট ষাটের দশকে তাঁর তৈরি অনেক ক্ষুরধার প্রতিবেদন ও গুরুত্বপূর্ণ সাক্ষাত্কারের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ফ্রস্ট তত্কালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাত্কার নিয়েছিলেন। চলতি বছরের জুন মাসে তিনি বাংলাদেশে আসেন। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্সে পরিদর্শন করেন।


পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ৭৪ বছর বয়সী ডেভিড ফ্রস্ট কুইন এলিজাবেথ নামের একটি প্রমোদতরিতে হঠাত্ হূদরোগে আক্রান্ত হন। ওই প্রমোদতরি ব্রিটেনের সাউথহ্যাম্পটন থেকে লিসবনে যাচ্ছিল।
১৯৯৩ সালে নাইট উপাধি পাওয়া ফ্রস্ট অনেক গুরুত্বপূর্ণ প্রতিবেদনের জন্য বিখ্যাত। তাঁর অন্যতম সাফল্য হলো, ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে করা প্রথম প্রতিবেদন।

ফ্রস্টের পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘স্যার ডেভিড ফ্রস্ট কুইন এলিজাবেথে এক বক্তৃতা দেওয়ার সময় গত রাতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

তাঁর পরিবার শোকসন্তপ্ত এবং এ দুঃসময়ে সবার কাছ থেকে একান্ততা চাইছে। শিগগিরই এক পারিবারিক শেষকৃত্য অনুষ্ঠিত হবে এবং যথাসময়ে তাঁর স্মৃতিচারণা অনুষ্ঠানের সূচি সবাইকে জানিয়ে দেওয়া হবে। ’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।