আমাদের কথা খুঁজে নিন

   

সমস্যায় পড়ছি আমি , সবাই উত্তর দেয় পুর্নিমার........ কেমনে কী করি কনতো?

www.bdearned.blogspot.com

কিছুক্ষন আগে আমি একটা লেখা পোস্ট করছিলাম। " google adsense এ hmtl code কেমনে সেট করবো। কেউ জানলে আওয়াজ দিয়েন। " এই নামে। দুর্ভাগ্যবশত কেউ আওয়াজ দেয় নাই।

পোস্টের সুত্র ধরেই জৈনিক পুর্নিমা নামের এক ব্লগার আমার কাছে জানতে চাইছিলেন - পূর্ণিমা বলেছেন: google adsense-এ শুধু বাংলা সাইট ব্যবহার করা যায় কিনা জানতে চাই। +এখন দেখি সবাই আমার ব্লগে ডুকে পুর্নিমার প্রশ্নেরই উত্তর দেয়। আমার টা শুধু একজন দিছে। কেমনে কী করি কনতো। সবার এত পুর্নিমা প্রীতি কেন ? প্রীতি যদি থাকে তো পুর্নিমার ব্লগে গেলেই পারে ।

আমারটায় কেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।