.
কাল রাতভর ঘরের জানালা দিয়ে উল্কাপাত দেখার ব্যর্থ চেষ্টা করেছেন ঢাকার অনেকে। কিন্তু, দেশের কয়েকটি এলাকা থেকে অনেকে আসলেই বিরল পারসেইড উল্কাবৃষ্টি দেখেছেন। ঢাকার আকাশে মেঘ বেশি থাকায় এখান থেকে উল্কাবৃষ্টি দেখতে সমস্যার সৃষ্টি হয়। তবে ঢাকার বাইরে পদ্মার চরে, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বান্দরবান ও চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্প থেকে স্পষ্ট পারসেইড উল্কাবৃষ্টি দেখা গেছে । বছরের দুটি উল্কাবৃষ্টির একটি পারসেইড বৃষ্টি।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, সুইফট-টাটল নামের একটি ধুমকেতুর লেজের ধুলিকণা এসময় পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করায় এই উল্কাবৃষ্টি এবার বেশিমাত্রায় লক্ষ করা গেছে।
রাত বারটা থেকে উত্তর-উত্তরপুর্ব আকাশে...ক্যাসিওপিয়া তারামণ্ডলের একটু ডানে ইটা-পারসি তারাটির পাশ দিয়ে এ উল্কাবৃষ্টি হয়েছে। বিজ্ঞান সংগঠন অনসন্ধিৎসু চক্রের মহাকাশ বিভাগ পারসেইড উল্কাবৃষ্টি পর্যবেক্ষণ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ১১টি পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করে।
ছবিতে ঢাকার একটি ক্যাম্পে উল্কা বৃষ্টি দেখার চেষ্টা করতে দেখা যাচ্ছে। ( এরা কেউ দেখতে পারেন নি।
মেঘের জন্য। )
আজও একই যায়গায় (উত্তর পুব আকাশে ) রাত ১২ টা থেকে উল্কাবৃষ্টি দেখা যাবে। রাত তিনটা সাড়ে তিনটা পর্যন্ত।
রাত ভর উল্কা খুঁজতে ব্যস্ত মানুষদের সঙ্গে মেঘের আড়াল থেকে বের হয়ে মাঝে মাঝেই কিছুক্ষণ করে সঙ্গ দিয়ে গেছেন বুড়ি চাঁদ।
গত রাতের অপচেষ্টা !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।