আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশ-বখাটে ভাই ভাই



পুলিশ বখাটে ভাই ভাই। মেয়ের বাপের রক্ষা নাই । । কার ঘাড়ে কটা মাথা। এদের সামনে বলে কথা ।

। বখাটেদের ইচ্ছে হবে। রাস্তায় মেয়ে তুলে নেবে । । পুলিশ কিছুই করবে না।

বখরা একটা আছে না ? পুলিশেতে করলে নালিশ। বখাটেরা করবে বালিশ । । বরগুনাতে তিনটি মেয়ে সাতটা দিনের মাঝে। একে একে অপহরণ হলো সকাল সাঁঝে ।

। পুলিশের জেলা কর্তার জ্ঞানদায়িনী কথা । মেয়েহারা বাপের বুকে লাগে শুধু ব্যথা । । এর প্রতিবাদ করতে গিয়ে তাপস নামের ছেলে ।

বখাটেদের ঠ্যাঙা খেয়ে আছে হাসপাতালে । । আর এক গৃহশিক্ষক বখাটেদের হাতে। লাঞ্ছিত হলেন তিনি প্রকাশ্য রাস্তাতে । ।

বখাটেদের বখরা পেয়ে নীরব পুলিশ ভায়া । সেই সুযোগে বখাটেরাও হচ্ছে বেপরোয়া । । এদের শাস্তি দিতে সবাই হতে হবে একজোট। নইলে কিন্তু দিনে দিনে বাড়বে যে এই রোগ ।

। তখন কিন্তু প্রতিকারের থাকবে নাকো পথ। ভেঙে দে ওই বখাটেদের কোমর নামের রথ । । নানক সেন


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।