আমাদের কথা খুঁজে নিন

   

আইইউটি'তে চলছে AB Bank 2nd IUT National ICT Fest 2009

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।
গাজীপুরের বোর্ডবাজারের ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে AB Bank 2nd IUT National ICT Fest 2009। চলবে আজ ১৩ আগস্ট ও আগামীকাল ১৪ আগস্ট। গতবারের মত এবারো থাকছে প্রোগ্রামিং কন্টেস্ট, গেমিং কন্টেস্ট, আইসিটি অলিম্পিয়াড, আইসিটি সেমিনার, হার্ডওয়ার ও সফটওয়ার প্রজেক্ট শোকেসিং। তবে এবারের আয়োজন আরো ব্যাপক পরিসরে।

ইতোমধ্যে শিক্ষামন্ত্রী জনাব নূরুল ইসলাম নাহিদ উৎসবের উদ্বোধন করেছেন। আইসিটি ফেস্টের প্রোগ্রাম শিডিঊল গতবারের মত এবারও ফেস্ট আয়োজনের দায়িত্বে আছে আইইউটি কম্পিঊটার সোসাইটি। আয়োজকরা এবার ফেস্টে যোগদানকারিদের জন্য পরিবহণ সুবিধা দিয়েছেন। বাসের রুট গেমিং কনটেস্টে আছে ফিফা ০৯ এবং কাউন্টার স্ট্রাইক । গেমিং রুলস জানতে- ফিফা ০৯ কাউন্টার স্ট্রাইক ইতিমধ্যে প্রোগ্রামিং কনটেস্টে ৬৬ টি টিম এবং গেমিং কনটেস্টে ৫০০'র বেশি গেমার রেজিস্ট্রেশন করেছেন।

যারা এখনো কোনো ইভেন্টে অংশগ্রহন করেন নি তাদের জন্য আছে আইসিটি অলিম্পিয়াড। আইসিটি অলিম্পিয়াডের জন্য রেজিস্ট্রেশন আইইউটি তে এসে করা যাবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।