( বাংলাদেশ জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ উপলক্ষে )
বাঘ খেয়েছে সিংহটাকে মটকে দিয়ে ঘাড় !
রক্ত সাবাড় মাংস সাবাড় রইলো বাকী হাড়।
নিজের ঘরে দাওয়াত করে বাঘ শিকারের লোভ !
উল্টো বাঘের থাবায় কাবু বাড়ছে কেবল ক্ষোভ !
বাঘের লেজে পা দিয়েছে একটুও নেই ভয় ?
বাঘের রাজা সিংহ থেকে কম কী করে হয় ?
সিংহ নাকি বনের রাজা ? বদলে গেছে দিন।
বাঘরা এখন গদ্দিনিশীন নতুন খবর নিন !
এ বন ঘুরে ও বন যাবে বাড়বে রাজার ঘর;
নতুন রাজার পথ করে দে সর্ না বাবা সর্ !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।