আমাদের কথা খুঁজে নিন

   

ঝাঁ ঝাঁ ঝিঁঝিঁ



ঝাঁ ঝাঁ দুপুর ঝাঁঝাঁ! দুপুর মানে ঝাঁ ঝাঁ জানে দুপুর রোদের রাজা... রাজার মনে খুব দুঃখ বিকেল নেমে আসে, দুপুর রাজা সন্ধ্যারাণীর সঙ্গ ভালোবাসে; রাজা পথ দেখিয়ে যায়। দুপুর থেকে দুপুর হয়ে দাঁড়িয়ে একঠায় এদিকে আমি দুপুর হয়ে যাই! আর যা লিখি বৈতালিকী সুরধ্বনি, মূর্চ্ছনা কি নাই? মুহূর্ত যে কাহাকে বলে, ঝিম-এর মেয়ে ঝিঁঝিঁ ধরেছে পায়- আমি ঝিঁঝিঁ ধরাতেও খুশি... ঝাঁ ঝাঁ দুপুর ঝিঁঝিঁ সন্ধ্যা দাউ দাউ, না মৃদুমন্দা অনেক আগুন ছাই গুণাগুণ সিদ্ধিমতে আমার ঠোঁটে পুষি; আমি পোষণ করি যা যা- ঝাঁ ঝাঁ দুপুর ঘূর্ণিঘুঙুর ঝাঁ ঝাঁ ঝিঁঝিঁ ঝাঁ ঝাঁ-- হাওয়ার মধ্যে হাওয়াকে তুই দুই আঙুলে বাজা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।