আমাদের কথা খুঁজে নিন

   

ধিক তোমায় পুলিশ দানব !!!!!!!!!!!!!!

লেখার মান খুব উন্নত নয়, কিছু অব্যক্ত কথা লেখার অভিপ্রায় শুধু।

গতকাল দুপুরে আগ্রাবাদে মিল ম্যনাজারকে খুন করে ১০ লাখ টাকা ছিনতাই এবং ২০০ গজ দুরে নির্বিকার পুলিশ.....। সেই সন্মানিত পুলিশের সন্মানে ...............................। আমাদের শহরে ঝরছে অঝোরে রক্তের বৃস্টি, মানব শরীর উপচে রাস্তা ভাসছে রক্তজলে শুনেছি শহরপ্রান্তে হঠাৎ রক্তখেকোর আগমণ অপ্রস্তুত মানবকূল ছুটছে প্রাণভয়ে বাঁচে যদি প্রাণ, কি ভয়াভহ শব্দ !!! তুমি কোথায় হে পাহারাদার? কোথায় কতদূরে রক্তের তোড়? তার ছাট এসে লাগে তোমার বুটে শুধু দুজন মৃত্যুদূত ছিনিয়ে নিল কোন এক মায়ের একমাত্র অবলম্বন বসরাই গোলাপ। শুধু কিছু বিনিময় কাগজ নিমিত্ত।

কিন্তু একি!! আজও তুমি স্হির দাঁড়িয়ে....... একেবারে নির্বিকার! ধিক তোমায় ,ধিক তোমার কথিত শপথ!!!! মায়ের আকাংখা,বোনের বিষন্নতা আর নারীর পারমিতা কখনও কি নাড়ায়না হৃদয়? শুধুই খুঁজি নির্লোভ একটি মুখ তোমাদের সেই অহং প্রতিশ্রুতির মিছিলে। দুরন্ত হই অধীর প্রতীক্ষায় প্রতিজ্ঞালব্দ এক অবয়বের আশায়। অবিরাম খুঁজেছি বিক্ষত হৃদয়ে অহর্নিশ নৈরাশ্যে কেটেছে দিন। তবু খুঁজি তোমার সম্পন্ন ছায়া। খুঁজে চলেছি নিয়ত............................।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।