আমাদের কথা খুঁজে নিন

   

বুধ ও বৃহস্পতিবার মধ্যরাতে বাংলাদেশের আকাশে উল্কাবৃষ্টি দেখা যাবে

C DA future

বছরে দুটি উল্লেখযোগ্য উল্কাবৃষ্টির অন্যতম পারসেইড উল্কাবৃষ্টি। বাংলাদেশের আকাশে বুধবার এবং ১৩ আগস্ট বৃহস্পতিবার রাত ১টা থেকে পারসেইড উল্কাবৃষ্টি দেখা যাবে। এছাড়া আগামী ২২ আগস্ট শেষ রাতে এ উল্কাবৃষ্টি কমবেশি লক্ষ্য করা যাবে পারসিয়াস তারা মন্ডলের একটু উপরে। বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের এক সংবাদ বিজ্ঞপ্তি মঙ্গলবার একথা বলা হয়েছে। এতে বলা হয়, এবারের পারসেইড উল্কাবৃষ্টি অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কারণ সুইফট-টাটল নামের একটি ধূমকেতুর লেজের অংশের ধূলিকণা এ সময় পৃথিবীর কাছে দিয়ে অতিক্রম করবে। বর্তমানে প্রতি ঘন্টায় ২০টি উল্কাপাতের ঘটনা রেকর্ড করা হচ্ছে। বুধবার রাত ১২টা থেকে উত্তর-উত্তরপূর্ব আকাশে ক্যাসিওপিয়া তারামন্ডলের একটু ডানে পারসিয়াস তারামন্ডলের ইটা-পারসি তারাটির পাশের অঞ্চল থেকে শুরু হবে এ উল্কাবৃষ্টি। আকাশে উক্ত অঞ্চলকে পারসেইড রেডিয়েন্ট বলা হয়। অনুসন্ধিৎসু চক্রের মহাকাশ বিভাগের সভাপতি শাহজাহান মৃধা বেনু জানান, এ সময় প্রতি ঘন্টায় আকাশের ঐ অঞ্চলে প্রচুর উজ্জ্বল উল্কা ঝাক আলোক বিন্দুর মতো আবহাওয়া মন্ডলে দেখা যাবে।

তবে আকাশ পরিস্কার সাপেক্ষে উল্কাবৃষ্টি পর্যবেক্ষণ করা যাবে। বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের মহাকাশ বিভাগ পারসেইড উল্কাবৃষ্টি পর্যবেক্ষণ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ১১টি পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজন করেছে। স্থানগুলো হলো- ঢাকার মিরপুর, ডেমরা, মুগদাপাড়া, নারায়ণগঞ্জ, চাঁদপুর মেঘনানদী অববাহিকায়, চাঁপাইনবাবগঞ্জ, বান্দারবান, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুমিল্লা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। যে কেউ এ উল্কাবৃষ্টি দেখতে আগ্রহী হলে নিজ নিজ বাসস্থানের ছাদে উঠে ১২ ও ১৩ আগস্ট মধ্যরাতের পর আকাশের উত্তর ও উত্তরপূর্ব দিকে দৃষ্টি রাখলেই মহাজাগতিক এ ঘটনা খালি চোখেই অবলোকন করার সুযোগ পাবেন। এমআরএম/১১-৮-০৯ http://www.the-editor.net/details.php?cat=5


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।