আমাদের কথা খুঁজে নিন

   

To My Valentine

শাতিলের পাতায় আপনাকে স্বাগতম হাতে তেমন কোন জরুরী কাজ না থাকলে পড়ে দেখতে পারেন। কারন যতই পড়বেন ততই জ্ঞ্যান বাড়বে। সেটা যত অখাদ্য লেখাই হোক না কেন। ফেবুতে আমি http://www.facebook.com/nafissadique.shatil আমার Valentine তোমাকে ভালবাসা দিবসের শুভেচ্ছা। দিনটা শুধু তোমার-আমার হয়ে থাকুক।

আমি চাইনা কেউ আমাদের মাঝে আসুক। কেউ না। nobody. আমি জানি তুমি আমাকে অনেক ভালবাস। আর এভাবেই ভালবেসে যেও। আমি জানিনা তোমার প্রতি আমার ভালবাসা কতখানি।

কিন্তু কি জানো?? যখন তোমার সাথে ১ দিন দেখা হয়না, খুব খারাপ লাগে আমার। পৃথিবীটা কেমন ঘোলা ঘোলা লাগে। সুন্দর বিকালটাকে কেমন জানি রঙহীন মনে হয়। পৃথিবীর সমস্ত রঙ কি তোমার কাছে? আমাকে কি একটু ধার দেয়া যায়?? মোবাইল হাতে নিয়ে বসে থাকি কখন তুমি এসএমএস দাও। যদি টের না পাই।

তখন তো তুমি রেগে গিয়ে আমার সাথে কথাই বলবানা। জানি তুমি আমার সাথে কথা না বলে থাকতে পারবানা। কিন্তু তবুও খুব খারাপ লাগে। মনে হয় কি জানি নেই। কিন্তু কি যে নেই সেটা বুঝতে পারিনা।

পৃথিবীটা অনেক বড়। বিশাল এই পৃথিবীতে চলার পথে কখনো যদি আমাকে হারিয়ে ফেল তখন নিজেই নিজের পৃথিবী সাজিয়ে নিও। জানি আমার স্মৃতি গুলো হয়ত তোমাকে কাদানোর চেষ্টা করতে পারে। কিন্তু এই নিষ্ঠুর পৃথিবীতে সেগুলো মূল্যহীন। কিন্তু যতদিন আমি বেচে আছি পৃথিবীর কোন শক্তি তোমার শরীর আর মনে আচড় দিতে পারবেনা।

কসম। আর সর্বশক্তিমান আমাকে এত শক্তি দেইনি তোমার মন ভাঙবো। আমি এই ব্যাপারটাতে একেবারেই অক্ষম। তোমাকে ভালবেসে ২ জন একসাথে অনেক বিপদ পার করে এসেছি। ভবিষ্যতে হয়ত এর থেকে অনেক কঠিন সময় আমাদের অপেক্ষায় আছে।

কিন্তু তোমার হাত তো আমি ছাড়ার জন্য ধরিনি। তোমাকে কথা দিয়েছি তো ছাড়বোনা। তবুও তোমার ভয়? এই ভালবাসাময় ভালবাসা দিবসে তোমার জীবন অনেক সুখের হোক এটাই প্রার্থনা করি। তুমি জীবনে অনেক অনেক অনেক সুখী হউ। মনে রেখ একজন আছে যে তোমাকে ভালবাসত,ভালবাসে এবং ভালবেসে যাবে।

তোমার আমি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।