আমাদের কথা খুঁজে নিন

   

তাই তো বলি, কাল রাইতে কাঁপাকাঁপির স্বপ্ন দেখলাম কেনু .... আর আইজ সকাল থিকা হাটু কাঁপিতেছে কেনু ?

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

ঘুমাইতে গেছি রাত ১ টা ৩০ মিনিটে। রাত ২টা ৩০ মিনিটে কাঁপাকাঁপি শুরু হয়েছে। গভীর ঘুমে ছিলাম, কাঁপাকাঁপির স্বপ্ন দেখছি। দেখি, আমি কাঁপি, আমার বউ কাঁপে, কাঁপে সারা দুনিয়া। ঘটনা কিতা ? সকালে ঘুম ভাঙ্গার পর বুঝলাম ঘটনা কিতা ।

কাল রাইতে ভূমিকম্প হয়া গেছে। কাইল রাইতের ঘুমই শেষ ঘুম হইতে পারত। আমাদের ভূমিকম্পের যেই প্রস্তুতি লাশটাও পাওয়া যাইত না। খালি নিখোঁজের তালিকায় একটা নাম হয়া বাইচ্যা থাকতাম। অনেক দিন ধইরাই শুনতাছি, দেশে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা।

১০০ বছর পর পর এই অঞ্চলে একটা কইরা বড় ভূমিকম্প হয়। সেই হিসেবে আরেকটা ভূমিকম্প আসন্ন। সকালে বিডি নিউজ পইড়া এখন হাটু কাঁপিতেছে। যে কোন সময় মড়া হয়া পইড়া থাকার সম্ভাবনা। কোন চিপায় যাইব চইল্যা তার কোন ঠিক নাই।

উদ্ধারকারী দল আইতে আইতে আমি নিজেই উদ্ধার হয়া যামু। আদৌ উদ্ধারকারী দল নামে কোন দল আইব কিনা কে জানে। ক্যান যে শালার এই অরাজকতার দেশে জন্মাইলাম আমার মনে হয়, এক্ষুনি মহল্লায় মহল্লায় স্বেচ্ছাসেবক গড়ে তোলা দরকার। দরকার যথাযথ প্রশিক্ষণ। সবাইকে যচেতন করা দরকার।

ভূমিকম্পের সময় এবং পরবর্তী সময়ে কিভাবে দুর্যোগ সামলানো যাবে সেটা জানানো দরকার সবাইকে। আমাদের সমন্বিত একটা কার্যক্রম থাকা দরকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।