আমাদের কথা খুঁজে নিন

   

ভূমিকম্প কলকাতায়



কলকাতা, ১০ই আগস্ট — সোমবার গভীর রাতে কলকাতা হঠাৎ কেঁপে উঠলো। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাকে মাত্র ২০ সেকেন্ডের জন্য একনাগাড়ে কাঁপতে থাকলো। তবে কলকাতা ও পার্শ্বস্থ এলাকায় ঐ ভূমিকম্পন মৃদু অনুভূত হয়। দিল্লির ইন্ডিয়া মেটিরিওলিজকাল ডিপার্টমেন্ট ( আই এম ডি ) জানাচ্ছে, শুধু কলকাতাই নয়, মুম্বাই, চেন্নাইসহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে গভীর রাতে দেখা গেছে ভূমিকম্প। জানা গেছে আন্দাবান দ্বীপপুঞ্জ সংলগ্ন বঙ্গোপসাগরের ৩ কিলোমিটার সমুদ্রতলে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

রাত ১.২৫.৩৫ সেকেন্ডে এই ভূমিকম্প শুরু হয়। রিখটার স্কেলে এই মাত্রা ৭.৮। মানে এটি যদি ভারতের কোন শহরে দশ সেকেন্ডের বেশি সময় ঘটতো তাহলে ক্ষয়ক্ষতির পরিমান হতো আকাশ ছোঁয়া। রাতে বেশিরভাগ লোক ঘুমিয়ে পড়েছেন বলেই রাতের মৃদু ভূকম্প নিয়ে তেমন করে কোন উত্তেজনা ছড়ায় নি কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায়। কিন্তু শহর বা শহরতলীর বহুতলে যারা থাকেন তারা হঠাৎ শোওয়ার ঘাট শব্দ কড়ে কেঁপে ওঠায় ভয় পেয়ে দ্রুত সিড়ি দিয়ে নেমে আসে।

কলকাতায় যেখানে গভীর রাতে বাজার বসে সেখানকার মানুষ হঠাৎ এই ভূমিকম্পের জেরে ভয় পেয়ে যান। কলকাতা পুলিসের সদর দপ্তর লালাবাজারের আসতে থাকে উদ্বেগ জানিয়ে প্রচুর ফোন। কিন্তু রাতে আলিপুর আবহাওয়া অফিসের তরফে কোন রকম সরকারী ঘোষণা না মেলায় দারুন সমস্যায় পড়তে হয় পুলিসকে। তবে ভূমিকম্পের কথা শুনেই কলকাতার ৪৮টি থানাকে কলকাতা পুলিসের সদর দপ্তর লালবাজারের তরফে সর্তক করে দেওয়া হয়েছে। শহর ও শহরতলীতে রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা রেডিও ফ্লাইয়িং স্কোয়ার্ডদের সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য দমকল বাহিনী রাতেই কলকাতার বড় রাস্তায় তাদের গাড়ি ও উদ্ধার কর্মী দিয়ে কয়েক ঘন্টা নজরদারি চালায়। তবে রাত ১-৩০ মিনিট নাগাদ যে ভূমিকম্পের অনুভূতি হয় তা দ্বিতীয়বার আর হয় নি। এই ভূ-কম্পনের স্থিতিকাল ছিল মাত্র ২০ সেকেন্ডের মতো। তবে কী মাত্রায় এদিন রাতে কলকাতার মাটি কেঁপে উঠলো তারজন্য আলিপুর আবহাওয়া দপ্তরের ওপর আগামীকাল পর্যন্ত ভরসা করে থাকা ছাড়া উপায় নেই। এদিকে সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, কলকাতাসহ পূর্বভারত, বাংলাদেশের কিছু অংশে বেশ ভালোই ভূকম্পন অনুভূত হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।