আমাদের কথা খুঁজে নিন

   

সময় পরির্বতন



সময় পরির্বতন হয় ইহা চির সত্য কিন্তু সেই সময় পরির্বতন হয় না যখন আমার ভালবাসা তোমারি জন্য। বেতিক্রম ইহা এবং খুব গভীর ও শক্ত ইহা চিরদিন আছে এবং থাকবে তাহাই সত্য। (২) তুমি আছ বলে, তাই আছি বেছে তুমি আছ বলে তাই, িদন যায় হেসেখেলে। তুমি আছ বলে ষূর্য কে ভাল বাসি তুমি আছ বলে তাইতো আমি আমাকে ভালবাসি। তোমায় ঘিরে আমার পৃথিবী করে খেলা স্বপ্ন রাজি ..................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।