স্বপ্ন যে শুধুই মিথ্যা আশা জাগায়
প্রথম আলোর খেলার পাতা দুই পৃষ্ঠা হওয়ার পরে এখন তা পুরাপুরি রম্য অংশ হয়ে পড়েছে। সব ভিত্তিহীন খবর যেভাবে হাইলাইটস করে লিখছে, তাতে তা আর খেলার খবর হচ্ছে না বরং চাপাবাজির পৃষ্ঠায় পরিণত হয়েছে। আগে থেকেই তৈলাক্ত লেখা তো ছিলই, ইদানিং আবার তার সাথে চাপাবাজি যুক্ত হয়েছে।
আজকের একটি খবর "পাতোকে নিয়েই ছাড়লেন আনচেলত্তি"।
লিঙ্কঃ Click This Link
এইখানে বলা আছে পাতোকে ৪৫ মিলিয়ন পাউন্ডে কেনা হলেও এই মৌসুম পাতো মিলানেই খেলবে। কিন্তু গোল.কম বলছে পাতো চেলসিতে যাচ্ছে না।
লিঙ্কঃ Click This Link
কথা হল প্রথম আলো কি খাইয়া এইসব নিউজ লেখে যে কমন সেন্সটুকু নাই। সবাই তো আর মূর্খ না। নেটে যারা ঘাটাঘাটি করে বিশেষ করে যারা খেলার খবর রাখে তারাও তো পত্রিকা পড়ে। এই রকম চাপাবাজি কেমনে করে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।