আমাদের কথা খুঁজে নিন

   

কিছু কমন রান্না। রেসিপি-১ (টক মিষ্টি চিংড়ি)

আমি অপার হয়ে বসে আছি.. ওহে দয়ামমময়... পাড়ে লয়ে যাও আমায়..

আসসালামু আলাইকুম। কি লিখব কি লিখব বুঝতে পারছিলাম না। তারপর ঠিক করলাম কিছু কমন রান্নার রেসিপি দিয়ে দেই। আশা করি কম বেশি সবারই কাজে লাগবে। এখন থেকে মাঝে মাঝেই ২/১ টা রেসিপি দেয়ার চেষ্টা করব।

আজ আপনাদের জন্য দিলাম টক মিষ্টি চিংড়ি রান্না। টক মিষ্টি চিংড়ি। উপকরণঃ ১. চিংড়ি মাঝাড়ি সাইজের ১৪-১৫ টা, ২. রসুন কুচানো- ১টা, ৩. আনারস ছোট টুকর করা-১ কাপ, ৪. আনারস টুকর করা-১ কাপ, ৫. শসা ছোট টুকর করা-১ টা, ৬. টম্যাটো সস-৩ টেবিল চামচ, ৭. Worcestirshire সস-৩ টেবিল চামচ, ৮. চিকেন স্টক-১/২ কাপ, ৯. পেয়াজ কুচানো- ১টা, ১০. সাদা তেল -৪ টেবিল চামচ, ১১. নুন স্বাদ মতন, ১২. লেবুর রস-১টা, ১৩. ধনের পাতা, পেয়াজ কলি। প্রণালীঃ তেল গরম হলে এলে রসুন কুচি সোনালী করে ভাজুন। টুকর করে কাটা আনারস, আনারস, শসা, লেবুর রস, দু'রকম সস দিন।

২/৩ মিনিট ভাজুন। তারপর চিকেন স্টক দিন। ফুটে উঠলে চিংড়ি দিন। ১৫ মিনিট রান্না করুন। পেয়াজ কুচি, পেয়াজ কলি ও ধনের পাতা দিয়ে পরিবেশন করুন।

রান্না কেমন হল জানাবেন। -সুমি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।