“ ইসলাম একটা খুবই সুন্দর ও পবিত্র জিনিস। এটা এতই সুন্দর যে রাস্ট্র ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করার কোন প্রয়োজন নেই। যিনি শান্তিপুর্নভাবে ইসলাম প্রচার করবেন রাষ্ট্র ক্ষমতা এমনিতেই তার হাতে চলে আসবে। আমাদের রাসুল(সঃ) রাস্ট্র ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করেন নি বা রাস্ট্র ক্ষমতা দখল করার কোন ইচ্ছাও তার ছিল না। শুধু শান্তিপুর্নভাবে ইসলামের বানি প্রচার করে গেছেন।
যখন ইসলামের উপর কোন আঘাত এসেছে শুধু মাত্র তখন প্রতিরক্ষার জন্য অস্র হাতে নিয়েছেন। কাফের হত্যা করতে নয়। যখন পুরো রাস্ট্রে ইসলাম পৌছে গেছে তখন এমনিতেই ক্ষমতা তার হাতে চলে এসছে। যারাই ইসলাম কে ব্যবহার করে ক্ষমতা অর্জন করতে চেয়েছে তারাই ধংস হয়েছে। ইয়াজিদের ক্ষেত্রেও একই ব্যাপার দেখা যায়।
এরপর যারাই ইসলামকে নিয়ে বাড়াবাড়ী করেছে তারাই ধংস হয়েছে। তালেবানদের ক্ষেত্রে আমরা একই বিষয় দেখতে পাই। হযরত শাহজালাল(রঃ) এর কথা আমি যা জানি বাংলা পরগনার রাজা হওয়ার জন্য তার নিকট প্রস্তাব এসেছিল। তিনি প্রত্যাখ্যান করেছেন। কারন ইসলাম প্রচার করতে রাস্ট্র ক্ষমতার প্রয়োজন নেই।
জামাত সমর্থক যারা মনে করেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাজনিতি করা প্রয়োজন, এবং তার জন্য নিজের জীবন অনর্থক বাজি রেখে সাধারন মানুষের উপর হামলা করে যাচ্ছেন, তাতে ইসলামের কলঙ্ক আরও বাড়বে, ইসলাম কায়েম হবে না। রাস্ট্র ক্ষমতা যার হাতেই যাক না কেন, ইসলাম তার আপন গতিতেই চলবে। যে যত ষড়যন্ত্রই করুক ইস্লামকে ধংস করার, ইসলাম ধংস হবার না। এটা সুর্যের আলোর মতই সত্য। সুর্যের আলো পৃথিবিতে ছড়িয়ে দেয়ার জন্য রাজনিতির প্রয়োজন হয় না, শুধু সবাইকে বলে দিতে হয় ঐ দেখ সুর্যের আলো।
যার চোখ আছে সে দেখবে। কোন ষড়যন্ত্রকারিই সুর্যকে ঢেকে রাখতে পারবে না। কোন মুনাফেক বলতে পারবে না আমরা সুর্যের আলো কায়েম করছি। ইসলাম সুর্যের মত জ্বলজলে , কাউকে জোর করে দেখাতে হবে না। “ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।