আমার বই পড়ার দৌড় খুব বেশী না যদিও, এরই মধ্যে যা দেখেছি বেশিরভাগ সময়ে চরম দারিদ্র্য উপজীব্য করে যে বইই লেখা হোক না কেন, তার মধ্যে কেবল অভাব অভিযোগের কথা থাকে... এই প্রথম আমি একটা বই পড়লাম যেকানে দারিদ্র্যকে জীবন থেকে আলাদা করে তুলে ধরার চেষ্টা করেননি লেখক। বই পড়ে তাকে করুণা করার কোন উপায় নেই... নিজের আত্মজীবনী বলেই হয়তো সবকিছু এত জীবন্ত বইটাতে... এমনকি চরম অভাবের বর্ণনা'র মধ্যেও তার সেন্স অব হিউমার এর কমতি ছিলোনা... এই হিউমারটুকুও জোর করে চাপানো না, খুব সূক্ষ্ম... সুড়সুড়ি দিয়ে হাসানোর চেষ্টা না মোটেই।
এই বই পড়ে আমার খুব লিখতে ইচ্ছে করছে... কিন্তু আমার জীবনে ফ্র্যাংক এর মতো প্যাশনের তীব্রতা কই? গরিবিয়ানাও যে এতো প্রগাঢ় বর্ণময় হতে পারে, না পড়লে বিশ্বাস হবেনা। আর বর্ণনার ভাষা এতো স্বাভাবিক যে মনে হবে লেখক সামনে বসে নিজের জবানীতে গল্পটা শোনাচ্ছেন!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।