আমাদের কথা খুঁজে নিন

   

একা ছুটে চলা

কবিতা পড়তে ও লিখতে ভাল লাগে

আপন মানুষের অলকে বহু পথ-কুপথ ঘুরেছি আপন মনে; অহর্নিশ ভেবেছি একাকি কত ক্ষণ পোড়ানোর গল্প। শত-হাজার অচিন মুখের ভিড়ে খুঁজেছি আমার আপন মুখ, ক্লান্ত দেহে এঁকেছি চিহ্ন মাঠের পর হাঁটে অন্তসীমা অবধি। কিছু কিছু মুখ ছিল কিছু সময়ের স্বজন, সময় হারালে হয়েছি একা , বুকের ভিতর ছোট-বড় ক্ষত মন আপন শিকলে বাঁধা ঘোর আঁধারে তার নিস্তরণ। মনে হয় এর নাই অন্ত; এভাবে কাটবে সময় ঘরে বাইরে মাঠের পর হাটে, নির্জনে, দীর্ঘ কোলাহলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।