তোমার প্রেমে দিশেহারা....করবনা তোমায় ছাড়া.....
ইন্টারে পড়ার সময় পর্যায় সারনীর একটা কলাম মুখস্ত করেছিলাম এভাবে "হায় বাংলাদেশ গেলো ইন্ডিয়ার তলে"। কথাটা এখন খাটি সত্য বলে মনে হয়।
কি করছে আমার দেশ? সমুদ্রসীমা নির্ধারনের কোন effective step নিয়েছে বলে মনে হয়না। ২০১১ সাল নাগাদ সমুদ্রসীমা নির্ধারন করতে হবে। already মায়ানমার ও ভারত সম্মিলিতভাবে বাংলাদেশের ৬৫০০ বর্গ কিমি জায়গা দাবি করেছে। আমরা কি তা উদ্ধার করতে পারবনা? টিপাই ড্যাম টা হলে তো দেশ আমার মরুভুমি হয়ে যাবে। চোখ ভিজে আসছে।
ঘুমাব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।