আমাদের কথা খুঁজে নিন

   

কে ধনী এবং কে দরিদ্র ?

© লেখকের অনুমতি ব্যতীত এই ব্লগের কোন লেখা সম্পূর্ণ বা আংশিকরূপে কোথাও প্রকাশ করা যাবে না।

খুবই অভিজাত পারিবারের একজন বাবা তার কিশোর পুত্র কে সাথে নিয়ে ভ্রমনে বের হলেন । কিভাবে দরিদ্র লোকেরা দিন যাপন করে সেটা পুত্রকে দেখনোই ছিল উদ্দেশ্য । তারা কিছুদিন তাদের গ্রামের খামার বাড়িতে অবস্থান করল যেখানে গ্রামের অতি গরীব মানুষ জনের বসবাস । যখন তারা খামার বাড়ি থেকে ফিরে আসল, পিতা পুত্রের কাছে জানতে চাইলেন - কেমন হয়েছে আমাদের ভ্রমন ? - এটা ছিল খুবই আনন্দের বাবা ।

- তুমি কি দেখেছ কিভাবে দরিদ্র মানুষজন দিনাতিপাত করে ? পুত্র জবাব দিল - হ্যাঁ, অবশ্যই । - তাহলে আমায় একটু বলো শুনি তুমি কি শিখেছ এই ভ্রমন থেকে ? পিতা জানতে চাইলেন । পুত্র জবাব দিল - আমি দেখেছি আমাদের মাত্র একটি পোষা প্রাণী । কিন্তু তাদের চারটি । আমাদের ক্ষুদ্র একটি জলাশয় আছে যার বিস্তৃতি বাগানের মধ্যভাগ পর্যন্ত ।

কিন্তু তাদের আছে নদী যার কোন শেষ নেই। আমাদের দৃষ্টি সীমা আমাদের ছোট এই আঙ্গিনার মাঝেই আবদ্ধ। কিন্তু তাদের দৃষ্টি সীমা আদিগন্ত বিস্তৃত । বাস করার জন্য আমাদের রয়েছে মাত্র এক খন্ড জমি । কিন্তু তাদের রয়েছে সীমানাহীন মাঠ ঘাট ।

আমাদের রয়েছে সেবিকা যারা আমদের সেবা করে । কিন্তু তারা অন্যের সেবা করেন । নিজেদের খাদ্য আমাদের কিনতে হয় । কিন্তু তারা নিজেরাই নিজেদের খাদ্য উৎপাদন করে । ধন-সম্পদ আমাদের রক্ষা করে ।

কিন্তু ওদের বন্ধু রয়েছে যারা বিপদে আপদে সবসময় একে অন্যের সাহায্যে এগিয়ে আসে । পুত্রের কথা শুনে পিতা বাকহারা হয়ে গেলেন । পুনরায় পুত্র বলল - অনেক অনেক ধন্যবাদ বাবা আমরা কতটা দরিদ্র সেটা দেখানোর জন্য । (নেট থেকে সংগৃহিত এবং অনুবাদিত)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।