আমাদের কথা খুঁজে নিন

   

বেরোজাদারদের দুর্ভোগের এক বেলা



আজ পবীত্র শবেবরাতের দিন। রাতে সারারাত এবাদত করেছেণ অনেকেই। তেমনটি করেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যীলয়ের শিক্ষার্থীরাও। বাদ পড়েনি হলগুলোর ডাইনিং-ক্যান্টিনের কর্মকর্তা কর্মচারী। তা কাল হয়ে না দাড়ালেও মারাত্মক দুর্ভোগে ফেলেছে এখানকার ছাএদের।

দুপুরে পুরো ক্যাম্পাসের সবগুলো ডাইনিং-ক্যান্টিন বন্ধ ছিল। মহীলা হলে প্রত্যেকের ব্যক্তীগত পী এইচ বা পারসোনাল হীটার থাকাতে তাদের তেমন কোন সমস্যায় পড়তে হয় নী। আর আগের দীন তো পারসোনাল লোকেরা তাদের বাজারের ব্যাগ ষোল কলায় পূর্ণ করে দিয়েছিল বটে। পক্ষান্তরে,ছাত্ররা নামাজের পরেও জানত না যে,ডাইনিং-ক্যান্টিন বনধ। তবে জানার পর তিক্তার মধ্যেও ভাল লাগল এজন্য যে,ছাত্ররা ম্যানেজারদের কিছুই বলে নি,ব্যাপারটা সহজেই মেনে নিল সবাই।

অন্য কারণ হলে হয়তবা এত সহজ ছাড় হত না। যা হোক প্রচন্ড গরম,রোদ ও ভীেড়ের মধ্যে আশপাশেরে হোটেল থেকে রোজা না রাখার প্রায়শ্চীত্ত করে হলে আসি সবাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.