আমাদের কথা খুঁজে নিন

   

২ বছর মেয়াদি বন্ডের নিলাম মঙ্গলবার

কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিলামে দুবছর মেয়াদি ৩০০ কোটি টাকা অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) বন্ড ইস্যু করা হবে।
এই বন্ডের মুনাফা বিনিয়োগের আয় অনুযায়ী ছয় মাস ভিত্তিতে পরিশোধ করা হবে।
নিলামে অংশ নেয়ার বিষয়ে ইতোমধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে নির্দেশনা দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এই নিলামে শুধু সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পাওয়া  ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অংশ নিতে দাখিল করতে পারবে। তবে অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোও (নিজস্ব খাতে বা তাঁদের ব্যক্তি/প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের জন্য) প্রাইমারি ডিলারের মাধ্যমে নিলামে অংশ নিতে পারবে।


১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি বন্ড কেনার জন্য কাঙ্ক্ষিত ইল্ড হার (সুদ হার) ও কেনার পরিমাণ উল্লেখ করে সকাল ১১টার মধ্যে ইলেক্ট্রনিক পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এমআই মডিউলে বিড দাখিল করার নির্দেশনা দেয়া হয়েছে।
তবে বিশেষ পরিস্থিতিতে প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে আগের ম্যানুয়াল পদ্ধতিতে বিড দাখিল করার সুযোগ রাখা হয়েছে।
গত মাসে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে বন্ড চালু বিষয়ে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়।
সরকার বাজেট ঘাটতি মেটাতে ট্রেজারি বন্ড ও বিল বিক্রির মাধ্যমে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়ে থাকে।
বর্তমানে দেশে ৫, ১০, ১৫ ও ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড ছাড়াও ট্রেজারি বিল ও বাংলাদেশ ব্যাংক বিল নামে দুটি বিল চালু আছে।


এছাড়া দুবছর মেয়াদি ট্রেজারি বিল চালু থাকলেও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তা বন্ধ করে দেয়া হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।