ভিক্ষার ঝুলি রোজ নিয়ে কাঁধে
দেখি গরীবরা দিনভর ঘুরে ।
মনে হয় ওরা পড়েছে দিব্যি ফাঁদে
নইলে ভিক্ষার ঝুলি কেনো গরীবের কাঁধে ?
ধনের ধনীরা আছেতো অনেক উপরে
রোজই দেখি ওদের টিভির খবরে
ঘন্টায় ঘন্টায় প্রতিদিন বহু বার করে।
আরো দেখি রং-বেরঙের গাড়তে চড়ে
ধনীরা উড়াল দিয়ে - সড়ক পথে যায় সড়সড়িয়ে
গরীবকেও রং-বেরঙের গাড়িতে চাপতে ইচ্ছে করে ।
ওরা কিন্তু (হতদরিদ্ররা) মরছে খেটে
রাত-দিন পথে-ঘাটে-মাঠে-দপ্তরে
এইকি ছিলো হতদরিদ্র্যদের ললাটে ?
ঘনো কালো গাঢ় আঁধারে ছেয়ে গেছে
ঠকবাজরা দেশকে রেখেছে আচ্ছন্ন করে
রাজাসনকে চারপাশ থেকে রেখেছে ঘিরে।
রক্তচোষার দলে দরিদ্র্যদের রক্ত চুষছে
হতদরিদ্র্যরা কাঁদছে ও ধুঁকে ধুঁকে মরছে।
দেখি ঐ রেল লাইনের ধারে ও অনেক স্থানে
খোলা আকাশের নীচে ওরা পড়ে আছে !
হক কথা কখনই বলতে নাহি পারি
বললেই রাজা ধরে দেবে গারদে পুরি।
গরীবরা বলে মরলে রোদেই পুড়ে মরি
মারলে মারো বুকে, পিঠ গেছে রোদে পুড়ি !
বেঁধোনা দুর্বল মাজা দড়ি দিয়ে
রাজা মহাশয় পড়ি তোমার দু'খানা পায়ে!
অনেকের পকেট দেখি এতো লম্বা
পকেট ভরে তোলে দেখি বড় বড় খাম্বা।
দেখি সদাই অনেকেই পকেট পুরে নেয়
আমাদের পেটের জ্বালা কে মিটায় ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।