আমাদের কথা খুঁজে নিন

   

ভয়েস চ্যাট

আমার ব্লগে আপনাকে ............... স্বাগতম

আপনি হয়তোবা কম্পিউটার এর সামনে বসে আছেন, কিছু করার পাচ্ছেনা৷ হাতে কিছু সময় আছে কি? তবে একটু আড্ডা মেরে সময়টাকে কাটালে কেমন হয়? কিছুদিন আগ পর্যন্তও ইন্টারনেটে আড্ডা মারার জন্য Yahoo সফটওয়্যারটি বেশ প্রচলিত ছিল৷ কিন্তু বর্তমানে Yahoo massenger ব্যবহার করে এড করা আইডি ছাড়া চ্যাট করতে একেবারেই ভাল লাগে না। এর কারণগুলি হয়ত সবারই জানা। বিশেষ করে বাংলাদেশী সাইটগুলিতে গেলে, যারা এই ব্যাপারে জানেন না তারাও জেনে যাবেন। যা-ই হোক, এএছাড়া কিছু জায়গা আছে যেখানে শুধুমাত্র টাইপ করেই নয়, সরাসরি কথা বলে আড্ডা মারতে পারবেন৷ আজ আপনাদের তেমনি একটি আড্ডা মারার জায়গার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি!! অনেক ভয়েস চ্যাট এর মাঝে এবার এলো নতুন একটি ভয়েস চ্যাট রুম। সাইটির নাম শ্যামল বাংলা। এতে থাকছে আড্ডা গান ফান কবিতা করার মতো মজার সব কিছু। http://www.shamolbangla.com/flashchat আড্ডা প্রেমি সব বন্ধুদেরকে এই নতুন ভয়েস চ্যাট রুমে আমন্ত্রন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।