আমাদের কথা খুঁজে নিন

   

না , অন্যের বিপদে এত হাসা ঠিক হইতেছেনা।

shamseerbd@yahoo.com
সপ্তাহের প্রথম দিন, অফিসে ঢুকে সারি নাই বড় বসের ফোন। একটু টাসকি খাইলাম। নরমালি আমার হাত ও অত লম্বা না যে হুদাই ওনার দরজার হাতলে হাত রাখুম , আর ওনার ঘাড় ও অত চিকন না যে ঘুরাইলেই আমারে দেখতে পাবেন। ব্যাপারটা সাত সকাল বলে চিন্তাটা আরেকটু বেশী। মস্তিস্ক স্ক্যান শুরু করল শেষ সাত দিনের কার্যক্রম।

কিছুই ধরা পড়লনা। এমন সময় আমার ম্যানেজার ভাইয়াও বললেন তুমি ভাইয়ার রুমে যাও। ঘটনা কি আর ভাবছি- ধূর এত টেনশনের কি আছে, একমাত্র অফিসে দেরী করে যাওয়া ছাড়া আমার বিরুদ্ধে আর কোন অভিযোগ সম্ভব না। গত তিন বছরে এক দু দিন ছাড়া এই দেরী করাত প্রতদিনই আমার নিয়তি- যেদিন আগে বের হই সেদিন ও সিএনজি পাইনা, আমার কি দোষ। দোষ কপালের ,ঘুম ভাঙ্গেনা আমি কি করি।

ঘুম ভাঙ্গানোর জন্য আমার মার জান যায় যায়। (Click This Link ) যাই হউক গেলাম বসের রূম এ। নরমাল কথা বার্তা- একটা প্রবলেম হইছে আমি সলভ করতে পারব কিনা। হাফ ছেড়ে বাঁচলাম। কথা বলছি এমন সময় এক কলিগ এর ফোন।

একবার কেটে দিলাম, আবারও । এইবার বললাম আমি বসের রূমে, একটু পরে আসতেছি। কথা শেষ করে গেলাম। তার চেহারা দেখি বিধ্বস্ত । ভাই কি হইছে।

পোলাপান সিসটেমের বারটা বাজাইয়া দিল নাকি !!!! ভাই শুরু করলেন- আমারেত তুমি ভাল করেই চিন, কারো সাথে কোন কিছুতেই আমি নাই। কিন্তু এটা কি হইল। ভাই কি হইছে-চিন্তিত ভাবে জিগায়। সেদিনের পিকনিকে ম্যাজিক বক্স যখন আমার হাতে আসল লেখা ছিল "আপনার চোখে ফটো সুন্দরী যিনি ক্যামেরা দেখলেই বলেন আমার একটা ছবি তুলে দেন" তাকে দিন। তোমরা পিছন তেকে কইলা অমুকরে দিতে- আমিও দিলাম।

আমার বউ ও ছিল তোমাগো সামনে। এই পর্যন্ত ব্যাপারনা। এরপর তোমাগো কেউ একজন কইছে- পুরানো প্রেম আবার এসে গেল !!! কথাটা কে কইছে তুমি বাইর কইরা দাও। তুমি কও আমার কি এ ধরনের কিছু ছিল। সাথে সাথে কই নাত- কখনোত কিছূ দেখিনাই, শুনিনাই।

ভাই পিকনিকে কেউ হয়ত ফান করছে আরকি। কি !! এইটা ফান। আমার লাইফ শেষ হইয়া যাইতেছে আর তুমি কও ফান। লাইফ শেষ হওনের কি আছে , ঘটনা খুলে বলেনত। তুমিত দেখছ এর আগে বউরে নিয়া কোন ফাংশনে আসিনাই।

এটাই প্রথম। প্রথম বারেই ক্যাচাল লাগাইয়া দিস। ভাইর চেহারা পুরা ফ্যাকাসে হইয়া গেছে। বলে চলেন- আজ কালকার মেয়ে, টিভি ,সিনেমা সব জায়গায় দেখে অফিসে কত রকম ঘটনা ঘটে, পরকিয়া ,..... আরও কত কি। এসব দেখে ওত এমনিতেই টেনশনে থাকে, তার উপর এই কথা শুনেত ঐ রাত থেকে আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে।

হা নার বাইরে কথা কয়না। ধূর, ভাবি আপনার লগে ফান করতেছে- আরে না সে সিরিয়াস, কয়-কিছু না থাকলেত পোলাপান নাকি এসব কথা কইতনা। আরে ভাবিরে আপনে কন নাই আমাগো পোলাপান কত ফাজিল। কইছি, কিছুতেই কিছু হইতেছেনা !! কে কইছে এখন আমার ওরে দরকার, ওরে দিয়াই বলাতে হবে যে এটা ফান ছিল। এখন কেমনে বাইর করি কে কইছে- আমি কইলাম।

ভাইর এক কথা-তোমারে করতেই হইব। আমার সুখের সংসারে তোমরা আগুন জ্বালাইয়া দিস। কোন উপায় না পাইয়া শেষে কইলাম এক কাজ করি , আমিই ভাবিরে ফোন দিয়া বলি। তার চেহারায় দেখি একটু আলো দেখা যায়তেছে। কিন্তু !!! কোন কিন্তু নাই আমি কইতাছি।

তুমি পারবা। হ পারুম। তাইলে আমি যে তোমারে কিছু কইছি ওরে কইবানা। ওক্কে, ভাবির নাম্বার দেন। ওর নাম্বার লাগবনা, অফিসের ইমার্জেন্সী নাম্বার বাসায় আছে, তুমি ঐটাতে কর ।

মনে মনে কই হালা তোমার উপকার করতে চাইলাম গায়ে পইরা আর তুমি বউ এর নাম্বার দিতেও ডরাইতেছ !!! কি আর করা। সিড়িঁতে আইসা বিড়ি ধরাইয়া নিজের মনে কতক্ষন হাসলাম আর ভাবতেছি তোমার বউ তোমারে লইয়া মজা করতেছে তুমি বুঝতেছনা। দিলাম ইমার্জেন্সী নাম্বারে ফোন। ২য় বারে ভাবি ধরল। আসসালামুআলাইকুম ভাবি, আমি শামসীর- .. ভাই এর কলিগ, আপনার সাথে পিকনিকে পরিচয় হইছিল।

হ্যাঁ ভাইয়া কেমন আছেন, ওত অফিসে। আমি জানি, আপনাকে ফোন দিছি একটা কথা বলার জন্য। হ্যাঁ ভাইয়া বলেন। আমার হাসি আইসা পড়তেছে, কন্ট্রোল করলাম। ভাবি, ঘটনা হইছে কি, ঐদিন পিকনিকে ভাই যখন বক্স পাইল, তখন আমরা আসলে মজা করতেছিলাম।

ওর সাথে ভাইয়ের কোন কিছুই নাই, এটা জাস্ট ফান, আপনি কিছু মনে কইরেননা। কইতেছি আর আমার নিজেরেও কেমন ভাই এর মত ভোদাই মনে হইতেছিল। তবুও এতে যদি বেচারার কোন লাভ হয়। কথা শেষ করার আগেই ভাবি হাসা শুরু করল, আরে ভাই আমিত জানি এটা ফান, তাই আমিও ওর সাথে একটু মজা করতে ছিলাম, ও ভাবতেছে আমি খুব সিরিয়াসলি নিছি ব্যাপারটা । আমিও হাইসা দিলাম।

ভাল থাকবেন কইয়া ফোন রাইখা ভাবতেছি, ভাই তোমার কপালে আজকে আরও বড় দুঃখ আছে, কলিগরে দিয়া ফোন করাইছ, কথা আরও দুইদিন বন্ধ থাকব। ....ভাইরে ফোন দিয়া জানাইলাম, কইছি, আর কোন প্রবলেম হইবনা। হাসতে হাসতে ডেস্কে আইসা দেখি পোলাপানও হাসতেছে। কিরে কি হইছে। আরে ভাই এর কান্ড শুনেন, পিকনিকের দিন কি করছে।

ও ও ছিল লিফটে, এটা সে আমলেই নেয় নাই। বউরে কয়- আচ্ছা আজকে আমারে অন্য দিনের চেয়ে বেশী স্মার্ট আর সুন্দর লাগতেছেনা ? এই কথা শুইনা ভাবি হাসতেছে আর ও দম বন্ধ কইরা রাখছে যাতে হাসি বাইর হইতে না পারে। ....................আরেক চোট হাইসা নিলাম সবাই মিলে। না অন্যের বিপদে এত হাসা ঠিক হইতেছেনা।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।