আমাদের কথা খুঁজে নিন

   

::::: আরণ্যক :::::

::::: দেখবো এবার জগতটাকে :::::
বাংলাদেশের পূর্ব সীমান্তে ভারতের বর্ডার ঘেষে আছে টিলাবহুল রেইন ফরেস্ট রেমা-কালিঙ্গা। টুরিস্ট আর ভুমীদস্যুদের অত্যাচারে বন উজার হতে শুরু করলেও এই বনটা সরকারী ভাবে সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় অত্যাচার থেকে অনেকাংশে বেচে গেছে। ১৬৭ প্রজাতীর পাখি আর আরো অনেক প্রাণী নিয়ে রেমা এবং কালিঙ্গা বনকে প্রকৃতিপ্রেমীরা বলেন ভার্জিন ফরেস্ট। আগামী ১৩তারিখ জন্মাষ্টমীর ছুটি, ১৪তারিখ শুক্রবার আর ১৫তারিখ শোকদিবস। ছুটির ফাঁদে আমি বেড়ুচ্ছি এক বন্ধুর সাথে জঙ্গল হাইকে। প্ল্যান আছে প্রথমে রেমা-কালিঙ্গা অরন্যে আর পরে সময় পেলে সাতছড়ি রেইন ফরেস্টে যাব। বনগুলোতে সবুজের মাঝে উল্লুক আর নানা পাখির ভিড়ে বনচারী দিন কাটাবো। কেউ সঙ্গে যেতে চাইলে আওয়াজ দিয়েন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।