আমাদের কথা খুঁজে নিন

   

মিঃ রাজ্জাক ও টিপাইমুখ



কিছুদিন আগে টিভিতে একটি টকশোতে (চ্যানেল এবং সময়টা ঠিক মনে নেই) মিঃ রাজ্জাককে বলতে শুনেছিলাম, টিপাইমুখ বাধ নিয়ে আন্দোলন করে কোন লাভ হবে না। ভাষানী ফারাক্কা বাধ নিয়ে লং মার্চ করেছিলেন কোন লাভ হয়নি। সেদিনই বুঝতে পেরেছিলাম রাজ্জাকরা বিক্রি হয়েগেছে। তা না হলে ভাষানীর লংমার্চ নিয়ে রাজ্জাক সাহেব এভাবে মজা করতে পারতো না। লংমার্চ ছিলো ভাষানীর অনেক পরিশ্রমের ফসল। আমরা লংমার্চ থেকে কতটুকু পেয়েছিলাম সেটাই কি বড় কথা? সেই রাজ্জাক সাহেব ভারত ঘুরে এসে কি বলবেন তা আগেই অনুমান করা গেছে। তারা নাকি ওখানে কোন প্রকার কার্যক্রম দেখতে পায় নাই। তাহলে দেশে-বিদেশে এত আলোচনা, সেমিনার, মিটিং, মিছিল, বক্তৃতা, প্রতিবাদ ইত্যাদি কিসের জন্য? আর ভারতকেই বা বাংলাদেশের জন্য ক্ষতি হয় এমন কিছু করবে না বলে আশ্বাস দেবার কি প্রয়োজন পরে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।