আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!
ইদানিং সব দেখি মাথা গরম!
গত বছরের একখান গল্প কই। এক বন্ধু হঠাৎ আমার পিঠে চাপ্পড় মাইরা কয়," আমার কপাল খুইলা গেছে!"
আমি কইলাম," সর্বনাশ, তাইলে তো তুমারে নিউরোসার্জনের কাছে লইয়া যাইতে হইবো!"
: আরে ধুর, খালি শয়তানী করো! মানে আমার ভাগ্য পাল্টাই গেছে।
: কেমনে পাল্টাইলো? সেরেলাক খাইয়া নাকি নিডো খাইয়া?
: বন্ধুদিবসে একখান মাইয়ার লগে ডেটিং হইলো, সেইখানে দেখলাম বাতাস সোজা দক্ষিণেই বইয়া গেলো।
: তাই নি? তাইলে মিস্টি খাওয়াও!
: আমার কাম আছে, পরে কথা কমুনে!
যাই হোউক, তার এক সপ্তাহ পর ওর আর হদিস নাই।
খালি ১ সপ্তাহ না, তার পরের ১ মাস পর ওরে বসুন্ধরার লেভেল ৮ এ পাইলাম।
: কিরে দুস্ত, সেই ডেটিং এর পর কি বিয়া কইরা হানিমুনে গেছিলা নাকি? ফুনাইলে খবর নাই!
: আর কইয়ো না দুস্ত, সেই কথা আজও কাটা ঘায়ে লবনের মতো লাগে!
: কেন, ইলিশ মাছ নস্ট হইয়া গেছে নাকি যে লবন কিন্যা গায়ে লাগাইবা?
: আর কইয়ো না, তার দিন তিনেক পরে আবার ডেটিং এর লিগা ডাকলো। মাইয়া চারুকলায় পড়তো। গেলাম চারুকলায় নতুন একখান পান্জ্ঞাবী পইড়া। সারাদিন ঘুরলো, এলিফ্যান্ট রোডে খুশবুতে খাইলাম ওর দুই বান্ধবী মিল্যা আমরা ৪ জন।
বিকাল বেলা আবার টিএসসি তে আইন্যা ঘুরতে ঘুরতে হাতে রাখী পড়াইয়া কইলো আমি নাকি ওর মুবোলা ভাই!
আমি তো হাসতে হাসতে কাইত। মাইনষে খায় স্যাক, ও খাইছে খুশবুর স্যাক!
যাই হোউক ভাইজানেরা, যারা বন্ধুদিবসে পয়লা ডেটিং করছেন, তারা কিন্তু ঐ রাখী দিবসে ভুলেও যাইয়েন না ডেটিং এ। যদিও এইডা ইন্ডিয়ানগো উৎসব, মাগার বাংলাদেশে যখন এমুন দুই একটা কাহিনী পড়বো চোখের সামনে তখন জীবনের একখান দাগ, সারা জীবন ধইরা ভাগ টাইপ অবস্হা হইবো!
যাই হোউক, দিন কাল ভালা না, রাখী দিবস কবে সেইডা জাইনা ঐদিন ভুলেও বাইর হইয়েন না!
আধুনিক যুগের ডিজুস পুলাপান, হেভীমেটাল গান শুনাইয়া রাখী পড়াই দিলে সারা জীবনে একটা কিছু মিসিং হইয়া যাইবো!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।